Ibrahim Ali Khan

দ্বৈত চরিত্রে ইব্রাহিম

সোশ্যাল মিডিয়ায় ইব্রাহিম মজার একটি টিকটক ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে তাঁকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ২৩:৫৪
Share:

ইব্রাহিম

তাঁর স্ত্রী হারিয়ে গিয়েছে। স্বভাবতই পাগলের মতো নিজের স্ত্রীকে খুঁজে চলেছেন ইব্রাহিম আলি খান! স্ত্রীকে খুঁজতে গিয়েই দেখা হয় ঠিক তাঁরই মতো দেখতে আর একজনের সঙ্গে। তিনিও নিজের স্ত্রী-কে খুঁজছেন!

Advertisement

চমকে গেলেন তো! অনেকেই হয়তো ভাবছেন, এটি কোনও ছবির দৃশ্য। আর সেফ আলি খানের পুত্র এ বার বলিউডের গ্ল্যামার দুনিয়ায় আনুষ্ঠানিক ভাবে পা রাখতে চলেছেন। আসলে বিষয়টা এ রকম কিছুই নয়। সোশ্যাল মিডিয়ায় ইব্রাহিম মজার একটি টিকটক ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে তাঁকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এই ভিডিয়ো পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল। প্রশংসা কুড়োচ্ছে নেটিজ়েনদেরও। লকডাউনের বন্দিদশা থেকে মুক্তি খুঁজে নিতে প্রায়ই ইব্রাহিম এবং তাঁর দিদি সারা আলি খান নানা ভিডিয়ো পোস্ট করছেন। কখনও কখনও সঙ্গী হচ্ছেন মা অমৃতা সিংহও। এর আগে ইব্রাহিমের নেটে ব্যাটিং প্র্যাকটিসের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেটা দেখে অনেকেই তাঁর মধ্যে ঠাকুরদা মনসুর আলি খান পতৌদির ছায়া দেখতে পেয়েছিল। তবে নতুন এই ভিডিয়োটি দেখার পর অনেকেই মনে করছেন মা-বাবা-দিদির পথই হয়তো অনুসরণ করতে চলেছেন ইব্রাহিম খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement