Tiger Shroff

বছর শেষের রাতে টাইগার আসছে ঘরে!

বছর শেষে যদি কোভিড প্রোটোকলের গুঁতোয় এবার ডান্স ফ্লোর আর ডিজেকে ব্যাজার মুখে বিদায় জানিয়েই থাকেন। তবে মন খারাপ করবেন না। বাড়িতেই বানিয়ে নিন ডান্স ফ্লোর টাইগারের সঙ্গে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৯:৫৯
Share:

টাইগার শ্রফ।

২০২০ সালের শেষ ঘণ্টায় আপনার কাছে আসবেন টাইগার।

Advertisement

অ্যাঞ্জেলোর ডেভিডের মতো সিজলিং সিক্সপ্যাক আর ধারালো ‘জ্য লাইন’ নিয়ে। নাচবেন। নাচাবেন। আগুন লাগাবেন...আপনার ব্যক্তিগত স্মার্টফোনের পর্দায়।

৩১ ডিসেম্বর ঠিক রাত ১১টায় হতে চলেছে এই ধামাকা। অন্তত টিজারে তেমনই আভাস দিয়েছেন টাইগার।

Advertisement

সেখানে ননস্টপ নাচছেন তিনি। একের পর এক গান বদলে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। বদলে যাচ্ছে তাঁর পোশাকও। কিন্তু, টাইগার শ্রফের নাচ থামছে না। কখনও ধোঁয়া ওঠা মঞ্চ কখনওবা দৈত্যাকার নাগারার উপর। নাচতে নাচতেই চলছে স্টান্টবাজি। এমনই নাচ যে দেখলে নেচে উঠতে পারেন আপনিও।

আরও পড়ুন : বিরজু মহারাজের সরকারি বাংলোর মেয়াদ বাড়ল আরও ২২ দিন

বছর শেষে যদি কোভিড প্রোটোকলের গুঁতোয় এবার ডান্স ফ্লোর আর ডিজেকে ব্যাজার মুখে বিদায় জানিয়েই থাকেন। তবে মন খারাপ করবেন না। কারণ আপনার বা আপনাদের মতো মন-খারাপীদের চাগাড় দিয়ে নাচিয়ে তুলতেই এত আয়োজন।

View this post on Instagram

A post shared by Tiger Shroff (@tigerjackieshroff)

ভিডিয়ো শেয়ারিং সমাজমাধ্যম ইউটিউবের নিজস্ব উদ্যোগ ইউটিউব ওরিজিনাল হিসেবেই মুক্তি পাচ্ছে টাইগারের ওই ভিডিয়ো। নাম ‘হ্যালো ২০২১!’ দেখাও যাবে শুধুমাত্র ইউটিউবেই। সমাজ মাধ্যমে ভিডিয়োটির টিজার প্রকাশ করে বিবরণে টাইগার লিখেছেন, ‘নতুন বছরকে স্বাগত জানান, ‘হ্যালো২০২১’ এর সঙ্গে।’

আর তারপরই ট্রেন্ডিং তালিকার একেবারে শীর্ষে জায়গা করে নিয়েছে ওই টিজার। আপাতত ভক্তরা শুরু করে দিয়েছেন কাউন্টডাউন। তবে বর্ষশুরুর নয়। বর্ষশেষের রাত ১১টার।

আরও পড়ুন : মায়েরা জঙ্গল সাফারিতে, একা হোটিলবন্দি কেন আলিয়া!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement