tiger shroff

Tiger Shroff: শশাঙ্ক খৈতানের নতুন ছবিতে টাইগার, নতুন অবতারে নায়ক

টাইগার শ্রফ মানেই অ্যাকশনে ভরপুর। আবারও নতুন অবতারে আসতে চলেছেন নায়ক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৮:২৩
Share:

নতুন ছবিতে টাইগার

নাচ হোক কিংবা অ্যাকশন, তাঁর জুরি মেলা ভার। তিনি টাইগার শ্রফ। আপাতত চূড়ান্ত ব্যস্ত নায়ক। কৃতি শ্যাননের সঙ্গে আগামী ছবির প্রস্তুতি তুঙ্গে। একের পর এক ছবি তাঁর ঝুলিতে। একদিকে যেমন চলছে বিকাশ বহেল পরিচালিত ছবি ‘গণপথ: পার্ট ১’ –এর শ্যুটিং। তার মধ্যেই শশাঙ্ক খৈতানের সঙ্গে জুটি বাঁধলেন নায়ক।

Advertisement

মুম্বই সংবাদ সংস্থা সূত্রে খবর, অগস্ট মাস থেকেই নতুন ছবির শ্যুটিং শুরু করবেন টাইগার।আর কয়েকদিনের মধ্যেই ‘গোবিন্দ নাম মেরা’ ছবির শ্যুটিং শেষ করবেন শশাঙ্ক। যে ছবিতে কিয়ারা আডবাণী, ভিকি কৌশলকে দেখতে পাবেন দর্শক। তারপরই পরিচালক উড়ে যাবেন পর্তুগাল।

নতুন ছবির প্রস্তুতির জন্য। প্রেম, অ্যাকশন, ড্রামা সব ধরনের উপাদান থাকবে এই ছবিতে। মুম্বই সংবাদসংস্থা সূত্রে খবর, পর্তুগালে তিন সপ্তাহ শ্যুটিং চলবে। ছবির বাকি কাজ হবে ভারত এবং অন্যান্য জায়গায়। ‘গণপথ’ ছাড়াও এই মুহূর্তে নায়কের ঝুলিতে একাধিক ছবি।

Advertisement

২০২৩-এর ক্রিসমাসে মুক্তি পাবে ‘বড়ে মিঁয়া, ছোটে মিঁয়া’। যে ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে টাইগারকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement