তিন ছবিতে রসনাতৃপ্তি

ফুড মুভির মোড়কে বলা হবে প্রেমের কাহিনি, বৃদ্ধাবাসের গল্প। অদিতি রায় পরিচালিত ছবির নাম ‘দাওয়াতে ই বিরিয়ানি’।

Advertisement
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৯ ০০:০৬
Share:

সুহাসিনী

বড় পর্দায় বাংলা ফুড মুভি সাফল্য পেয়েছে। এ বার ডিজিটালে ফুড মুভি উপহার দিতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা। অদিতি রায়, দেবারতি গুপ্ত, সুদীপ দাস— তিন পরিচালক নিয়ে আসছেন তিনটি ভিন্ন স্বাদের ছবি। প্রতিটির দৈর্ঘ্য ৭০ মিনিট।

Advertisement

ফুড মুভির মোড়কে বলা হবে প্রেমের কাহিনি, বৃদ্ধাবাসের গল্প। অদিতি রায় পরিচালিত ছবির নাম ‘দাওয়াতে ই বিরিয়ানি’। মুখ্য চরিত্রে সুহাসিনী মুলে। রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ও। দেবারতি গুপ্তের ছবির নাম ‘ফিল্টার, কফি, লিকার চা’।

এটি রোম্যান্টিক কমেডি। মুখ্য চরিত্রে প্রিয়ঙ্কা সরকার, নিশান্ত নানহাইয়া ও ইশা সাহা। দক্ষিণী ছেলে ও বাঙালি মেয়ের প্রেমের গল্প। সুদীপ দাসের ছবির নাম ‘ডাব চিংড়ি’। মুখ্য চরিত্রে সন্ধ্যা রায়। ‘মনোজদের অদ্ভুত বাড়ি’র পরে এই ছবিতে আবার সন্ধ্যা। মাসের শেষে এই ছবির শুটিং শুরু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement