AR Rahman

স্ত্রী সায়রার জন্যই দিলীপ থেকে রহমান হয়েছিলেন? ধর্ম পরিবর্তনের নেপথ্য কারণ জানান শিল্পী

১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে বিয়ে সেরেছিলেন এআর রহমান। ঠিক কী কারণে ধর্ম পরিবর্তন করেছিলেন শিল্পী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৮:২৪
Share:

বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করেছিলেন এআর রহমান? ছবি: সংগৃহীত।

জন্মের পর নামকরণ হয় এএস দিলীপ কুমার। কিন্তু ২৩ বছর বয়সে ধর্ম পরিবর্তন করে হন এআর রহমান। বর্তমানে বিবাহবিচ্ছেদের কারণে আলোচনার কেন্দ্রে সুরকারের ব্যক্তিগত জীবন। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের বৈবাহিক জীবনে দাঁড়ি। খবর প্রকাশ্যে আসতেই নানা জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়। কেউ কেউ দাবি করছেন, সায়রাকে বিয়ে করার জন্যই ধর্মান্তরিত হয়েছিলেন এআর রহমান।

Advertisement

কিন্তু, সত্যিই কি তাই? ঠিক কী কারণে ধর্ম পরিবর্তন করেছিলেন এআর রহমান? ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে বিয়ে সেরেছিলেন তিনি। কিন্তু তার অনেক আগেই ধর্ম পরিবর্তন করেছিলেন এআর রহমান। তখন শিল্পীর বয়স মাত্র ২৩। এআর রহমানের বাবা দীর্ঘ দিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর শেষের দিনগুলিতে সাহায্য করেছিলেন একজন সুফি রোগ নিরাময়কারী। এআর রহমানের জীবনে তাঁর বিরাট প্রভাব ছিল। তাঁর পরামর্শ মেনে চলতেন শিল্পী। সেখান থেকেই ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি।

এক হিন্দু জ্যোতিষীর পরামর্শে শিল্পী বেছে নেন ‘আবদুল রহমান’ নামটি। পরে নামের সঙ্গে ‘আল্লাহ রাখা’ নামটি যোগ করেন তাঁর মা।

Advertisement

নিজের বিবাহবিচ্ছেদ নিয়ে এআর রহমান সমাজমাধ্যমে লেখেন, “আমরা ভেবেছিলাম, অন্তত ৩০তম বছরে পৌঁছতে পারব। কিন্তু এই শেষটা আমরা কল্পনাতেও ভাবিনি।” বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত দু’জনেরই। কিন্তু তা-ও এই সিদ্ধান্ত যে মোটেই সহজ নয়, তা স্পষ্ট এআর রহমানের পোস্টে। তিনি লেখেন, “হৃদয় ভাঙার ভারে ঈশ্বরের আসন পর্যন্ত আজ কেঁপে উঠতে পারে। যদিও, এই দুঃখের মাঝেও আমরা জীবনের অর্থ খোঁজার চেষ্টা করছি। হয়তো ভেঙে যাওয়া অংশগুলো আর কখনওই আগের মতো জোড়া লাগবে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement