Actors with Side Business

অভিনয়ের পারিশ্রমিকেই কিনে ফেলেছেন বিমানসংস্থা! কে সেই নায়ক?

অভিনয়ের পাশাপাশি ব্যবসার উপার্জনের টাকাও নিয়মিত আসছে তাঁদের ঘরে। ছবি থেকে পাওয়া পারিশ্রমিকের বাইরে এই মুনাফা। কারা রয়েছেন সেই তালিকায়?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৩ ১৭:১১
Share:

—প্রতীকী চিত্র।

বলিউড না দক্ষিণের ইন্ডাস্ট্রি? সেরার প্রতিযোগিতায় যখন হাড্ডাহাড্ডি লড়াই জারি, কলাকুশলীও পরস্পরকে টক্কর দিচ্ছেন। পারিশ্রমিকের অঙ্কে অমিতাভ বচ্চন, শাহরুখ খানকে ছাপিয়ে গিয়েছেন দক্ষিণের প্রভাস, নাগার্জুনরা, পাওয়া যাচ্ছে তেমনই আভাস। রয়েছে বাড়তি আয়ও। অনেকেই আবার তাঁদের উপার্জিত টাকা ব্যবসায় খাটান। সেখান থেকেও লাভ করেন বিপুল।

Advertisement

এমন কিছু তারকার কথা বলা যাক, যাঁরা বিপুল অর্থ বিনিয়োগ করেছেন ব্যবসাক্ষেত্রে। ছবির পাশাপাশি ব্যবসার উপার্জনের টাকাও নিয়মিত আসছে ঘরে। ছবি থেকে পাওয়া পারিশ্রমিকের বাইরে এই মুনাফা। কারা রয়েছেন সেই তালিকায়?

(বাঁ দিক থেকে) থলপতি বিজয়, কাজল অগরওয়াল, আক্কিনেনি নাগার্জুন। ছবি: সংগৃহীত।

থলপতি বিজয়

Advertisement

দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি। শাহরুখ-সলমন খানের সঙ্গে জনপ্রিয়তায় পাল্লা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। বিবাহ অনুষ্ঠান আয়োজন করা যাবে, এমন একটি মহলও কিনে ফেলেছেন তিনি। নাম রেখেছেন তাঁর মা, স্ত্রী এবং পুত্রের নামে। সেখান থেকেই আসে বাড়তি আয়।

কাজল অগরওয়াল

শিশু এবং মায়েদের পুষ্টি সংক্রান্ত একটি ব্যান্ডের মালকিন কাজল। নাম ‘কেয়ার অ্যান্ড কেয়ার্স’।

আক্কিনেনি নাগার্জুন

হায়দরাবাদে অনেকগুলি রেস্তরাঁ আছে নাগার্জুনের। সুপারস্টার এন-৩ রিয়্যালিটি এন্টারপ্রাইসেস-এর অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি।

(বাঁ দিক থেকে) বিজয় দেবরাকোন্ডা, তমন্না ভাটিয়া, রাম চরণ। ছবি: সংগৃহীত।

তমন্না ভাটিয়া

২০১৫ সাল থেকে ব্যবসা করছেন তমন্না। একটি অনলাইন অলঙ্কার সংস্থা চালান তিনি। নাম ইউটিনগোল্ড।

বিজয় দেবরাকোন্ডা

এডিভি থিয়েটারের মালিক এই অভিনেতা। সেই সঙ্গে এএইচএ নামে একটি ওটটিটি প্ল্যাটফর্মের মালিকানাও তাঁর। ‘কিং অফ দ্য হিল’ নামে একটি প্রযোজনা সংস্থাও চালান বিজয়।

রাম চরণ

২০২২ সালে আস্ত একটি বিমান সংস্থা কিনে ফেলেছেন অভিনেতা। হায়দরাবাদকেন্দ্রিক এই সংস্থার নাম ‘ট্রুজেট’। ‘ট্রুজেট’-এর ৭৯ শতাংশ অংশীদার ‘উইনএয়ার’।

রানা ডগ্গুবতী

এই অভিনেতা ‘সিএএ কাওয়ান’ নামে একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সহ-প্রতিষ্ঠাতা। সেখান থেকেও বিপুল মুনাফা আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement