Gourab Chatterjee

গৌরব-দেবলীনার ডেস্টিনেশন হনিমুন দার্জিলিং

মূল রিসেপশন অর্থাৎ মঙ্গলবার সন্ধেয় বাইপাসের ধারে পি সি চন্দ্র গার্ডেন সেজে উঠেছে হাজার আলোয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ১৪:৫৫
Share:

গৌরব-দেবলীনা।

প্রেম অফুরন্ত। ভালবাসা দীর্ঘজীবী। নতুন বিয়ের উদযাপনও কি ফুরিয়েও ফুরোচ্ছে না? সূত্রের খবর, তিন বার তিন ধর্ম মতে বিয়ের পর রিসেপশন হল মহানায়ক উত্তমকুমারের নাতি-নাতবৌয়ের। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই তাই যেন মহানায়কীয় আমেজে ভরপুর!

বৃহস্পতিবারেও গৌরব চট্টোপাধ্যায়-দেবলীনা কুমারকে ঘিরে ছিলেন টলিউড এবং টেলিপাড়ার এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রী। টিম রাসমণি, শ্রীতমা ভট্টাচার্য ছাড়াও ছিলেন পরমব্রত চট্টওপাধ্যায়া মতো বড় পর্দার তারকারাও। বিয়ের ছবির দেখা মিলেছে শ্রীতমার ইনস্টাগ্রামে।

বৃহস্পতিবার কেমন সাজে সেজেছিলেন নবদম্পতি? ছবি বলছে, নেভি ব্লু পাজামা-প্যান্ট আর বন্ধগলা কোটে পাক্কা সাহেব গৌরব। কোটের বাঁ পকেটে রানি রঙা রুমাল। দেবলীনা সুন্দর রানি রঙের বেনারসীতে। এক দম ঘরোয়া ভঙ্গিতে পরেছিলেন সেই শাড়ি।প্যারিস হলে হল এই অনুষ্ঠান।

Advertisement

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! সোশ্যাল মিডিয়ায় ছেলের মুখ দেখালেন পূজা

মূল রিসেপশন অর্থাৎ মঙ্গলবার সন্ধেয় বাইপাসের ধারে পি সি চন্দ্র গার্ডেন সেজে উঠেছে হাজার আলোয়। ব্যাকগ্রাউন্ডে ক্লাসিক হিন্দি গান। খুশিতে উজ্জ্বল চারদিক। যেন চাঁদের হাট সেখানে। হবে নাই বা কেন। গৌরব-দেবলীনার রিসেপশন বলে কথা! শুধু রিসেপশন বলাও আসলে ভুল। ফের বিয়ে হল তাঁদের। তবে খ্রিস্টান মতে। কিছু ক্ষণ আগেই ফাদার এসে আশীর্বাদ করেছেন নবদম্পতিকে। নিয়ম মেনে কাটা হয়েছে কেকও। দুধ সাদা গাউনে দেবলীনা সে দিন স্বপ্নে দেখা রাজকন্যা। অন্য দিকে, কালো ব্লেজারে গৌরবও জীবন্ত রাজপুত্তুর।

Advertisement

আরও পড়ুন: অবসাদ থেকে মাদকযোগ, ‘মস্তানি’ নিয়ে মুখ খুললেন দীপিকা

জানা গিয়েছে, ডেস্টিনেশন হনিমুন হিসেবে দম্পতি নাকি বেছে নিয়েছেন শৈল শহর দার্জিলিংকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement