লিওনার্দো ডি ক্যাপ্রিও
নীতি আয়োগের রিপোর্ট বলছে, মাঝে আর একটা বছর। ২০২০-এর মধ্যে জলের অভাবে পড়তে চলেছেন অন্তত ৪০ কোটি ভারতীয়। দুশ্চিন্তায় ঘুম উড়েছে রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ ভারতবাসীর। গত মাসে চেন্নাইয়ে যে অস্বাভাবিক জল সঙ্কট দেখা গিয়েছে তা চিন্তায় ফেলেছে আপামর বিশ্ববাসীকেও।
কিন্তু এ বিষয়ে বলিউড তারকাদের বেশিরভাগকেই তেমন ভাবে কিছু বলতে দেখা যায়নি। এর আগে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বলিউডের অনেককেই সরব হতে দেখা গিয়েছিল। কিন্তু জল সঙ্কটের মতো এমন এক গুরুত্বপূর্ণ বিষয়ে অভিনেতা রণদীপ হুডা এবং দক্ষিণী নায়ক সিদ্ধার্থ ছাড়া প্রায় সবাই নিশ্চুপ।
আরও পড়ুন: বিপন্ন ধর্ম-বিশ্বাস! অভিনয় ছাড়লেন দঙ্গল-কন্যা জায়রা, ঘোষণা সোশ্যাল মিডিয়ায়
বলিউড কে জল সমস্যা বিশেষ না ভাবালেও হলিউডের হার্টথ্রব লিওনার্দো ডি ক্যাপ্রিও-এর তা চোখ এড়ায়নি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘শুধুমাত্র বৃষ্টিই এই চরম পরিস্থিতি থেকে চেন্নাইকে রক্ষা করতে পারবে। সম্পূর্ণ খালি একটি কুয়ো এবং জল বিহীন একটি শহর। চারটি প্রধান জলাধারই শুকিয়ে গিয়েছে দক্ষিণ ভারতীয় শহর চেন্নাইয়ে। সরকারি জলের ট্যাঙ্ক থেকে একটু জল পাওয়ার আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। জলের অভাবে বন্ধ হয়েছে স্কুল, কলেজ এবং রেস্তোরাঁগুলিও। মেট্রোতেও বন্ধ করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। বিকল্প উৎস খুঁজতে চেন্নাই আজ মরিয়া। পাশাপাশি জারি রয়েছে বৃষ্টির জন্য আকুতি। ’
A post shared by Leonardo DiCaprio (@leonardodicaprio) on
রাষ্ট্রপুঞ্জের শান্তির দূত হিসেবে নিযুক্ত টাইটানিক খ্যাত এই অভিনেতা বিশ্ব জুড়ে জলবায়ুর পরিবর্তন এবং সাধারণের উপর উষ্ণায়নের প্রভাব নিয়ে বহু দিন ধরেই মানুষকে সচেতনতার বার্তা দিয়ে এসেছেন। চেন্নাইয়ের এই পরিস্থিতিতে সঙ্কিত তিনি। এখনই সচেতন না হলে সামনে যে বড় বিপদ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাই তুলে ধরেছেন তিনি।