৩০ দিন পর স্টুডিয়োয় ফিরলেন কলাকুশলীরা। একজোট হয়ে কাজ শুরু হল আবার। করোনার আতঙ্কের থেকেও বেশি করে ধরা পড়ল অভিনেতার-অভিনেত্রীদের উত্তেজনা, উদ্যম এবং খোশ মেজাজ। ‘মিঠাই’, ‘অপরাজিতা অপু’ এবং ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’, এই তিন ধারাবাহিকের সেট ঘুরে দেখল আনন্দবাজার অনলাইন। সেটে নিয়মিত জীবাণুমুক্তির কাজ চলছে। প্রত্যেক কলাকুশলী হাতে স্যানিটাইজার মাখছেন মাঝে মধ্যেই। এ ছাড়া ক্যামেরা চালু না হওয়া পর্যন্ত কেউ মুখ থেকে মাস্ক খুলছেন না। বজায় রাখছেন সামাজিক দূরত্বও। করোনা বিধি মেনেই কাজ চলছে পুরো দমে। অভিনেত্রী সুস্মিতা দে, অন্বেষা হাজরা, সৌমিতৃষা কুন্ডু, অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়, আদৃত রায়, রোহন ভট্টাচার্য প্রমুখের কথায় প্রকাশ পেল উত্তেজনা। অত্যন্ত খুশি তাঁরা। পাশে থাকার জন্য এবং ধারাবাহিক দেখতে থাকার জন্য শিল্পীরা অনুরোধ জানলেন তাঁদের অনুরাগীদের।