The Night Manager Update

‘নাইট ম্যানেজার ব্রহ্মাণ্ড’ তৈরির পরিকল্পনা পরিচালকের, সেখানেই কি জুটি বাঁধবেন আদিত্য ও টম?

ওটিটিতে পা রেখেই সাফল্য পেয়েছেন বলিউড অভিনেতা আদিত্য রায় কপূর। ‘দ্য নাইট ম্যানেজার’-এর সৌজন্যে চর্চায় রয়েছেন আদিত্য। খবর, এ বার ‘নাইট ম্যানেজার ব্রহ্মাণ্ড’ তৈরি করার ভাবনা রয়েছে পরিচালকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১৯:০৩
Share:

(বাঁ দিকে) আদিত্য রায় কপূর। টম হিডলস্টন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ব্রিটিশ টেলিভিশন সিরিজ় ‘দ্য নাইট ম্যানেজার’-এর ভারতীয় সংস্করণ ‘দ্য নাইট ম্যানেজার’। ব্রিটিশ সিরিজ়ে মুখ্য চরিত্র অর্থাৎ নাইট ম্যানেজারের চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেতা টম হিডলস্টন। ভারতীয় সংস্করণে সেই চরিত্রেই অভিনয় করেছেন আদিত্য রায় কপূর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল ভারতীয় ‘দ্য নাইট ম্যানেজার’-এর প্রথম ভাগ। গত জুনে মুক্তি পেয়েছে সিরিজ়ের দ্বিতীয় ভাগ। ব্রিটিশ সিরিজ়ের গল্পের হুবহু তর্জমা করে সিরিজ় বানালেও বেশ জনপ্রিয়তা পেয়েছে ‘দ্য নাইট ম্যানেজার’-এর ভারতীয় সংস্করণ। সেই সাফল্যের উপর ভিত্তি করে এ বার ‘নাইট ম্যানেজার ইউনিভার্স’কে আরও বিস্তৃত করতে উদ্যোগী নির্মাতারা। আগেই খবর মিলেছিল, প্রথম সিজ়নের পর এ বার ‘স্পিন অফ’ সিরিজ় তৈরি করতে আগ্রহী পরিচালক সন্দীপ মোদী। এ বার শোনা যাচ্ছে, সেই ‘নাইট ম্যানেজার ব্রহ্মাণ্ড’-এ জুটি বাঁধতে পারেন দুই মুখ্য অভিনেতা আদিত্য ও টম।

Advertisement

তা হলে কবে এক ফ্রেমে দেখা যাবে দুই নাইট ম্যানেজারকে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে আদিত্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি এখনও গোটা পরিকল্পনাটা জানি না। সব উত্তর পেতে হলে সন্দীপ মোদীকে ফোন করতে হবে। তবে আমি এটুকু বলতে পারি, এই ‘ক্রসওভার’টা বেশ মজাদার হবে।’’ এর আগে ‘দ্য নাইট ম্যানেজার’-এর ভারতীয় সংস্করণের প্রশংসা করেছিলেন টম নিজে। সে কথা সমাজমাধ্যমের পাতায় জানান আদিত্য।

জন লি ক্যারের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ়ের চিত্রনাট্য। সেই ব্রিটিশ সিরিজ়ের উপর গল্প থেকেই ভারতীয় সংস্করণের অবতারণা। ভারতীয় সিরিজ়ের সাফল্যের পর মুখ্য চরিত্রদের নিয়ে কাজ করতে আগ্রহী নির্মাতারা। আদিত্য রায় কপূর তথা শান সেনগুপ্ত, অনিল কপূর তথা শেলি ও শোভিতা ধুলিপালা তথা কাবেরীর চরিত্র নিয়ে আরও বিস্তারিত ভাবে কাজ করতে চান তাঁরা। প্রতিটি চরিত্রের নিজস্ব গল্প তৈরিতেই আগ্রহী নির্মাতারা। শোনা যাচ্ছে, মুখ্য চরিত্রদের গল্প বলার পর সিক্যুয়েল নিয়েও ভাবনাচিন্তা রয়েছে পরিচালকের। চলতি বছরের শেষের দিকে শুরু হতে পারে তার কাজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement