Vicky Kaushal

Katrina-Vicky: শুধু আমন্ত্রণপত্রে হবে না, ‘ভিক্যাট’-এর বিয়েতে চাই টিকার শংসাপত্র, কোভিড নেগেটিভ রিপোর্ট

কোভিড পরীক্ষার ফল নেগেটিভ থাকলে তবেই ‘ভিক্যাট’-এর বিয়ের অনুষ্ঠানে প্রবেশের অনুমতি পাওয়া যাবে। প্রত্যেক অতিথিকে ভ্যাক্সিনের শংসাপত্র নিয়ে আসতে হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৬:২৭
Share:

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের বিয়ের অনুষ্ঠানে সামিল হতে মানতে হবে একগুচ্ছ নিয়ম।

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের বিয়ের অনুষ্ঠানে সামিল হতে মানতে হবে একগুচ্ছ নিয়ম। সেই তালিকায় নতুন সংযোজন। নায়ক-নায়িকার বিয়েতে আসতে হলে গাড়িতে থাকতে হবে বিশেষ স্টিকার। যা দেখে বোঝা যাবে আরোহী নায়ক –নায়িকার বিয়েতে আমন্ত্রিত।

Advertisement

শুধু তাই নয়, কোভিড পরীক্ষার ফল নেগেটিভ থাকলে তবেই ‘ভিক্যাট’-এর বিয়ের অনুষ্ঠানে প্রবেশের অনুমতি পাওয়া যাবে। প্রত্যেক অতিথিকে ভ্যাক্সিনের শংসাপত্র নিয়ে আসতে হবে। এ ছাড়াও আরটি-পিসিআর পদ্ধতিতে কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্টও আনতে হবে অতিথিদের।

রাজস্থানের সাওয়াই মধুপুরে ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠান হবে ধুমধাম করে। বিয়েতে নিরাপত্তা ব্যবস্থা, যানজট এবং গাড়ির পার্কিংয়ের উপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা কালেক্টর রাজেন্দ্র কিষাণ। দুই তারকার বিশেষ দিনে যাতে শৃঙ্খলা বজায় থাকে, সে দিকটিও মাথায় রাখার কথা বলেছেন তিনি।

Advertisement

বিয়ের খবর এই মুহূর্তে প্রকাশ্যে আনতে নারাজ ‘ভিক্যাট’। সম্প্রতি প্রকাশ পেয়েছে বিয়েবাড়িতে প্রবেশে নিয়মাবলির তালিকা। অনুষ্ঠানে এসে ছবি না তোলার চুক্তিতে সই করতে হবে অতিথিদের। এমনকি বিয়ের সময় ফোন ব্যবহার করাও নিষিদ্ধ। বিশেষ কোড না জানলে অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন না অতিথিরা। এমনই কড়া নিয়মের বেড়াজালে কাছের মানুষদের সঙ্গে নিয়ে উদযাপনে মাতবেন ‘ভিক্যাট’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement