Soumitra Chatterjee

এ বার ‘বেলাশুরু’, জন্মদিনে সৌমিত্রর এক্সক্লুসিভ ফার্স্ট লুক

২০১৫ সাল।মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের ছবি ‘বেলাশেষে'।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১০:৪১
Share:

—ফাইল চিত্র।

এত আদরে চুল আঁচড়াতে কেউ দেখেছিল তাঁকে? “আমি নিজেই কোনওদিন আমার স্ত্রীর চুল আঁচড়েছি কী?”বিস্ময় সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

Advertisement

এই আলো ভরা স্নেহের দৃশ্য প্রথম সামনে এল শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায়ের সৌজন্যে। তাঁদের আগামী ভাবনা 'বেলাশুরু'-তে দর্শক খুঁজে পাবেন এমন নানা ভাঙা চেনা ছবি।

আনন্দবাজার ডিজিটাল সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাল তাঁর আগামী ছবি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় 'বেলাশুরু'-র প্রথম ছবি আর স্বাতীলেখা সেনগুপ্তের সঙ্গে মন ভেজানো এক দৃশ্যের প্রথম প্রকাশের মাধ্যমে।

Advertisement

আরও পড়ুন: আইসিইউ থেকে ছাড়া পেলেও এখনও হাসপাতালেই দীপঙ্কর​

আরও পড়ুন: গাড়িতে ট্রাকের ধাক্কা, গুরুতর আহত হলেন শাবানা আজমি​

২০১৫ সাল।মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের ছবি ‘বেলাশেষে'।সত্যজিৎ রায় পরিচালিত 'ঘরে বাইরে'-র ৩০ বছর বাদে সৌমিত্র চট্টোপাধ্যায় আর স্বাতীলেখা সেনগুপ্তর কিংবদন্তি জুটি ফিরেছিল অনস্ক্রিনে। ছবিটি যে শুধুমাত্র সমালোচকদের তারিফ পেয়েছিল তা-ই নয়, বক্সঅফিসেও সাফল্য পেয়েছিল। খোদ অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছিলেন ছবিটির।

২০২০। এ বার শুরুর বেলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement