Archana Puran Singh

Archana Puran Singh-Parmeet Shetty: প্রত্যেক সফল নারীর নেপথ্যে থাকে কমবয়সি পুরুষ! দেখিয়ে দিচ্ছেন অর্চনা-পরমিত

বয়সে বেশ খানিকটা ফারাক। দু’জনে একই পেশায়। তবু তিন দশক সুখেই সংসার করছেন অর্চনা পূরণ সিংহ এবং পরমিত শেট্টি। কেমন সেই কাহিনি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৫:০৮
Share:

অসমবয়সি বিয়েতে সুখী দাম্পত্য অর্চনা-পরমিতের।

বারণ করেছিল অনেকেই। তবু জেদ করেই সাত বছরের ছোট পরমিত শেট্টিকে বিয়েটা করেছিলেন অর্চনা পূরণ সিংহ। তিন দশক পার। সব আশঙ্কা ভুল প্রমাণ করে দুই সন্তান নিয়ে এখনও সুখে সংসার করছেন দু’জনে। রোজ লিখে ফেলছেন দাম্পত্যের নতুন প্রবাদ— ‘প্রত্যেক সফল নারীর পিছনে থাকে কমবয়সি পুরুষ’!

Advertisement

একে বয়সে অনেকটাই ছোট পরমিত, তাতে দু’জনে একই পেশায়। মুম্বই সংবাদমাধ্যমের দাবি, এ বিয়েতে সিঁদুরে মেঘ দেখেছিলেন আত্মীয়-বন্ধুরা সকলেই। ভেবেছিলেন ভাবনা, প্রজন্মের ফারাক, পেশাগত ইগোর লড়াই এসে দাঁড়াতে পারে দু’জনের মাঝখানে। কিন্তু তেমনটা কখনওই হতে দেননি অর্চনা-পরমিত কেউই। বরং বিয়ের তিন দশক পার করেও এখনও ভালবাসায় জড়িয়ে একে-অন্যকে।

Advertisement

নাসিরুদ্দিন শাহের বিপরীতে ‘জলসা’ ছবিতে প্রথম নজর কেড়েছিলেন অর্চনা। সেই শুরু। তার পর লাগাতার ছোট-পর্দা থেকে বড় পর্দা, সবেতেই জমাটি অভিনয়ে পাকাপাকি জায়গা পেয়েছেন দর্শক মনে। তুলনায় অভিনেতা পরমিত বরং কিছুটা কম জনপ্রিয়। ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র ‘কুলজিৎ’ ছোট-বড় দুই পর্দাতেই বলিষ্ঠ অভিনয়ে দাগ কাটলেও ক্রমশ ঝুঁকেছেন পরিচালনা, চিত্রনাট্য লেখার দিকে।

অর্চনার ছায়ায় কি ঢাকা পড়ে যান পরমিত? তা কি কখনও ভাঙন ধরাতে চায়নি তাঁদের সম্পর্কে? অনেকেই বলেন, বয়সে ছোট হওয়ায় সম্পর্কটাকে আরও খোলা চোখে দেখে মানিয়ে নিতে পেরেছিলেন পরমিত। অর্চনার সঙ্গে ইগোর লড়াই নয়, বরং স্ত্রীর লড়াইয়েই শক্তি জুগিয়ে গিয়েছেন নেপথ্য থেকে। আর তাতেই জমাট বেঁধে যায় অসমবয়সী দাম্পত্যের রসায়ন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement