'In A Heartbeat'

নজরকাড়া নতুন অ্যানিমেশন ছবি ‘ইন এ হার্টবিট’

ছবিটির সবচেয়ে বড় চমক দুই কিশোরের প্রেমকাহিনি। ছবিটিতে দেখা যায়, স্কুলপড়ুয়া এক কিশোর প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় তার এক সহপাঠীর। অনেক কষ্টে হৃদয়কে আটকানোর চেষ্টা করে। কিন্তু নাছোড় হৃদয় শেষমেশ প্রেমের বার্তা বয়ে নিয়ে যায় সেই সহপাঠীর কাছেই। দুই হৃদয় মিলে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ২১:৫৮
Share:

‘ইন এ হার্টবিট’ ছবির একটি দৃশ্য

অ্যানিমেটেড ছবির দুনিয়ায় ঝড় তুলল চার মিনিটের ‘ইন এ হার্টবিট।’ ফ্লোরিডার দুই চিত্রনির্মাতা বেথ ডেভিড এবং এস্তেবান ব্রেভোর এই ছবিটিই এখন চর্চার বিষয়। পাঁচ দিনে ইউটিউবে প্রায় দেড় কোটি মানুষ এই ছবিটি দেখে ফেলেছেন। ভিউয়ারের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ছবির টিআরপি।

Advertisement

আরও পড়ুন: সিদ্ধার্থের সঙ্গে ‘লাভি-ডাভি’ ছবি শেয়ার করলেন ক্যাট, ব্যাপারটা কী?

ছবিটির সবচেয়ে বড় চমক দুই কিশোরের প্রেমকাহিনি। ছবিটিতে দেখা যায়, স্কুলপড়ুয়া এক কিশোর প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় তার এক সহপাঠীর। অনেক কষ্টে হৃদয়কে আটকানোর চেষ্টা করে। কিন্তু নাছোড় হৃদয় শেষমেশ প্রেমের বার্তা বয়ে নিয়ে যায় সেই সহপাঠীর কাছেই। দুই হৃদয় মিলে যায়। অতঃপর মধুরেণ সমাপয়েৎ।

Advertisement

দেখুন সেই ভিডিও:

আরও পড়ুন: মিয়ামি বিচে হট বিপাশা, টেক্কা দিচ্ছেন স্বামী কর্ণও

বেথ ডেভিড এবং এস্তেবান ব্রেভো গত বছরই ফ্লোরিডার রিংলিং স্কুল অফ আর্ট অ্যান্ড ডিজাইন থেকে পাশ করে বেরিয়েছেন। এই ছবিটি ছিল তাদের কলেজ প্রজেক্ট। ব্রেভোর কথায়: ‘‘ছবিটি খুবই নিষ্পাপ এবং হালকা মেজাজের। এক কিশোর আর তার প্রেমিকের কাহিনি। ছবিটি বর্তমান প্রজন্মের ভাল লাগবে বলেই আশা রাখি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement