একসঙ্গে অর্ক-সোহিনী

এ বার সম্পর্কটা পরিণতির দিকেই এগোতে পারে বলে মনে করছেন অর্ক। তবে কার সঙ্গে? তিনি সোহিনী গুহ রায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৯ ০০:০১
Share:

অর্কজ্যোতি-সোহিনী

ছোট পর্দার অভিনেতা অর্কজ্যোতি পলের সঙ্গে অনেক মেয়ের সম্পর্ক তৈরি হলেও তা বেশি দূর এগোতে পারেনি। কিন্তু এ বার সম্পর্কটা পরিণতির দিকেই এগোতে পারে বলে মনে করছেন অর্ক। তবে কার সঙ্গে? তিনি সোহিনী গুহ রায়।

Advertisement

সম্পর্কের সূত্রপাত ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকের সেটে। ‘‘সোহিনী আর পাঁচজন মেয়ের চেয়ে একেবারেই আলাদা। আমি ঠিক যেমন টাইপের, সোহিনীও তাই,’’ স্পষ্টবক্তা নায়ক। অবশ্য সোহিনী সম্পর্কটিকে লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়ে বললেন, অর্ক ‘বিশেষ বন্ধু’ই। কিন্তু একই সঙ্গে স্বীকার করলেন, ‘‘যে কোনও বিষয় অর্কর সঙ্গে সহজে শেয়ার করতে পারি বলে কোনও সিদ্ধান্তে পৌঁছতে বেশি সময় লাগে না।’’ সম্পর্কের পরিণতি নিয়ে অর্ক-সোহিনী একমত হতে পারেন কি না, সেটাই এখন দেখার! সোহিনী ব্যস্ত তাঁর ‘ময়ূরপঙ্খী’ নিয়ে। আর কেরিয়ারই এই মুহূর্তে প্রধান প্রায়রিটি তাঁর কাছে। অর্কও শিগগিরি শুরু করবেন নতুন কাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement