karunamoyee rani rashmoni

কালো টপ, মেরুন প্যান্টে সেটে হাজির রানিমা, গৌরবকে জমিয়ে আইবুড়ো ভাত খাওয়াল টিম ‘রাণী রাসমণি’

‘করুণাময়ী রাণী রাসমণি’ টিম আদর করে আইবুড়ো ভাত দিলেন তাঁদের ‘বাবা জীবন’-এর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ১৩:২৬
Share:

‘রাসমণি’ দিতিপ্রিয়া রায়ের সঙ্গে বরাবরই গাঢ় বন্ধুত্ব গৌরবের। ছবি: সোশ্যাল মিডিয়া।

কাঁসার থালায় চুড়ো করে ভাত, পোলাও, পাঁচ রকম ভাজা। থালার পাশে থকে থরে সাজানো কাঁসার বাটি। ডাল, মাছ, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি! আরও কত কী। একপাশে জ্বলছে পিতলের ছোট্ট প্রদীপ। সবটাই ‘মথুরবাবু’র জন্য।ডিসেম্বরে যে তাঁর বিয়ে!

Advertisement

বেনিয়ান পাঞ্জাবি, ধুতি নেই পরনে। বদলে হালফ্যাশনের ধূসর গেঞ্জি গায়ে।তিনি হাজির।

এত আধুনিক কবে হলেন ‘করুণাময়ী রাণী রাসমণি’-র দাপুটে জামাই?

Advertisement

এখানেই ধাঁধাঁ! পর্দার ‘মথুরবাবু’ নন, চরিত্রাভিনেতা গৌরব চট্টোপাধ্যায় প্রেমিকা দেবলীনা কুমারের সঙ্গে সাতপাক ঘুরতে চলেছেন আাগামী ৯ ডিসেম্বর। তার আগাম সেলিব্রেশন হবে না? সেই উপলক্ষেই ‘করুণাময়ী রাণী রাসমণি’ টিম আদর করে আইবুড়ো ভাত দিলেন তাঁদের ‘বাবা জীবন’-এর। শ্যুটের ফাঁকে মেকআপ রুমেই আয়োজন হয়েছিল সমস্ত কিছুর। কপালে চন্দনের ফোঁটা নিয়ে হাসিমুখে দেখা গেল গৌরবকে।

আরও পড়ুন: রানিমার ‘হ্যাট্রিক’! লড়াইয়ে ফিরছে ‘কী করে বলব তোমায়’

‘রানিমা’ থেকে ‘শ্রী রামকৃষ্ণ দেব’। সবাই উপস্থিত ছিলেন সেখানে। ‘রাসমণি’ দিতিপ্রিয়া রায়ের সঙ্গে বরাবরই গাঢ় বন্ধুত্ব গৌরবের। আইবুড়ো ভাতের সময় তিনি চরিত্রের সাজে নয়, কালো টপ, মেরুন প্যান্টেই উপস্থিত ছিলেন গৌরবের জন্য। বরং ‘ঠাকুর’-এর মেকআপে দেখা গিয়েছে চরিত্রাভিনেতা সৌরভ সাহাকে। প্রত্যেকের মুখের হাসি বুঝিয়ে দিচ্ছিল, সবাই ‘মথুরবাবু’কে ঘোরতর সংসারী দেখতে চান।

গৌরব নিজেও খুশি এই আয়োজনে। চেটেপুটে খেয়েছেন প্রত্যেকটি পদ।

গৌরব তিন বছরের প্রেম পরিণতি পেতে চলেছে এই শীতেই। গাঁটছড়া বাঁধছেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার।

আরও পড়ুন: তারকা-সন্তানেরা যখন প্রচারের আড়ালে

আনন্দবাজার ডিজিটালকে দেবলীনা বিয়ে নিয়ে জানিয়েছেন, ওই দিন একদমই ঘরোয়া অনুষ্ঠানে সব রীতিনীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। পরিবারের সদস্যরাই শুধু উপস্থিত থাকবেন সেখানে। মার্চ বা এপ্রিলে গ্র্যান্ড সেলিব্রেশন হবে।

A post shared by Tolly Time (@tolly_time)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement