Sreema Bhattacharya

Gatchora: সহ-অভিনেতা শ্রীমাকে শেষে লাথি মারলেন অভিনেতা অনিন্দ্য!

সুইমিং পুলের নীলচে জল! জলের নীচে গৌরব, শোলাঙ্কি, অনিন্দ্য, শ্রীমা। সাঁতারের পোশাকে তাঁদের মাতামাতি মনে পড়িয়েছে দীপিকার ‘গেহরাইয়া’-কে!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৩:৪০
Share:

কী কাণ্ড! এ বার শ্রীমাকে লাথি মেরে জলে ফেলে দিলেন অনিন্দ্য!

ফের চর্চায় অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ভিডিয়ো। টিম ‘গাঁটছড়া’ মধুচন্দ্রিমার শ্যুট উপলক্ষে গোপালপুরে। সেখানেই শ্যুটিংয়ের ফাঁকে পর্দার ‘ঋদ্ধি’, ‘রাহুল’ সিংহ রায় এবং তাঁদের স্ত্রী খড়ি, দ্যুতি নেমে পড়েছেন হোটেলের স্যুইমিং পুলে। ‘রাহুল’ ওরফে অনিন্দ্য নিজে জলে দাপাদাপি করেছেন। প্রত্যেককে দায়িত্ব নিয়ে জলে নামিয়েওছেন। তার মধ্যেই আচমকা শ্রীমা ভট্টাচার্য ওরফে ‘দ্যুতি’কে পিছন থেকে জোড়া পায়ে লাথি তাঁর পর্দার ‘স্বামী’র। সেই ধাক্কাতেই হুড়মুড়িয়ে জলে অভিনেত্রী। যদিও পুরোটাই মজার ছলে।

Advertisement

টানা শ্যুটের পরে দুপুরের খাওয়ার ছুটি। সামনে গহীন নীল জল। লোভ সামলাতে পারেননি ধারাবাহিকের অভিনেতারা! অনিন্দ্য এবং তাঁর সহ-অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, শোলাঙ্কি রায়, শ্রীমা হইহই করে সুইমিং পুলে। সাঁতার কাটতে কাটতে তিনিও আচমকা কোলে তুলে নিয়েছেন তাঁর পর্দার বোন ‘খড়ি’ ওরফে শোলাঙ্কিকে।

যদিও এই হুল্লোড়ে দেখা যায়নি কুণাল-বনিকে।ধারবাহিকের রিয়াজ লস্কর, অনুষ্কা গোস্বামী যোগ দিলে আনন্দ যে দ্বিগুণ হত, সে কথা এক বাক্যে জানিয়েছেন অনিন্দ্যর অনুরাগীরা। ধারাবাহিকে সিংহ রায় বাড়ির তিন ছেলে-বৌদের নিত্য খটাখটি। পরিবারের কর্তা নরেন্দ্র সিংহ রায় তাই নাতি-নাত বৌমাদের পাঠিয়েছেন মধুচন্দ্রিমায়। তাঁর আশা, একান্তে কিছুটা সময় কাটাতে পারলেই হয়তো সব মান-অভিমান মিটে যাবে। আপাতত সেই পর্ব শ্যুট করতেই সদলবলে তাঁরা সমুদ্র তীরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement