priyanka sarkar

Priyanka Sarkar-Tathagata Ghosh: তথাগতর ফ্রেমে ফিরে দেখা ‘প্রেম’! জ্বলজ্বল করছে ‘প্রাক্তন’ প্রিয়াঙ্কার বিকিনি ছবি

প্রিয়াঙ্কার সঙ্গে কাজের জন্য আজও মুখিয়ে তথাগত। শুধুই পেশাগত তাগিদে? নাকি, ফের ‘প্রেম’কে ফ্রেমে ধরে রাখার টানে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২২ ১৯:৩৫
Share:

প্রিয়ঙ্কা-তথাগত।

‘প্রেম আমার’! সপ্তাহের পয়লা দিনে এই বার্তাই কি দিলেন চিত্রগ্রাহক তথাগত ঘোষ? নাকি প্রেমের আগুন ধিকিধিকি জ্বলে, নেভে না একেবারে— তারই প্রমাণ রাখলেন! আবারও তাঁর ইনস্টাগ্রামে ‘প্রাক্তন’ প্রিয়াঙ্কা সরকারের ছবি! বেগুনি বিকিনি, লাল শ্রাগে নায়িকা নয়, মূর্তিমতী উষ্ণতা যেন! হঠাৎ সমীকরণ বদলে গেল? প্রিয়াঙ্কার প্রত্যাবর্তনে অনুষা বিশ্বনাথন অতীত?

Advertisement

আনন্দবাজার অনলাইনের এই কৌতূহল মিটিয়েছেন চিত্রগ্রাহক। তাঁর দাবি, ‘‘অনেক ছবির ভিড়ে প্রিয়াঙ্কার এই ছবিটি হারিয়ে গিয়েছিল। বহু আগে তোলা। এত দিন খুঁজে পাইনি। প্রিয়াঙ্কা আমার খুব ভাল বন্ধু। মনে হল, বন্ধুত্বের গল্প সব সময়ে ভাগ করে নেওয়া উচিত। অনুষাও ছবিটার খুবই প্রশংসা করেছে। ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছে।’’

তখনও প্রিয়াঙ্কা-তথাগত সম্পর্কের সোনালি সময়। হঠাৎ চোখে পড়তেই স্মৃতির ভিড়। অতীতে নায়িকা আর চিত্রগ্রাহক ক্যামেরার সামনে-পিছনে মানেই নতুন গল্প। এই ছবিও তার ব্যতিক্রম নয়। প্রিয়াঙ্কার খোলা চুল জলে ভেজা। উন্মুক্ত বক্ষ ভাঁজ, পদযুগল, তাতে ট্যাটুর বাহারি কারুকাজে রমণীয় উষ্ণতা। প্রিয়াঙ্কার অভিব্যক্তি নিয়ে চিত্রগ্রাহক লিখেওছেন মন্তব্যে— ‘আবেগ এবং বিস্ময়ের এক অদ্ভুত সমানুপাত।’

Advertisement

‘প্রাক্তন’কে দেখে ‘বর্তমান’ আর জ্বলে না! নতুন প্রজন্ম সত্যিই কি এতটা উদার? আগামী দিনে প্রিয়াঙ্কা-অনুষার যুগলবন্দির সাক্ষী হবে ক্যামেরা? তথাগতর যুক্তি, ‘‘পেশার ক্ষেত্রে আমরা সবাই পেশাদার। এখানে হৃদয়ের কোনও যোগ নেই। প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করার জন্য আমি সব সময়ে মুখিয়ে থাকি। বাকিটা সময় বলবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement