তসলিমা নাসরিন।
বিনিদ্র রজনী যাপন করছেন তসলিমা নাসরিন। দু’তিন দিন ধরে ভাল ঘুম আসছে না লেখিকার। বালিশে মাথা রাখলেই জাঁকিয়ে বসছে জীবন ফুরিয়ে আসার চিন্তা। তাই ঘুম পেলেও নিজেকে ঘুমোতে দিচ্ছেন না তিনি। রাতে নির্ঝঞ্ঝাট ঘুমের জন্য তসলিমা এ বার নিজের হাতে পোস্তর বড়া ভেজে খেলেন।
শনিবার দুপুরে ফেসবুকে তেমনই জানিয়েছেন তসলিমা। তিনি লিখেছেন, ‘পোস্ত আমাদের পূর্ববঙ্গের খাবার নয়। তার পরেও আমি মাঝে মাঝে ঝিঙে পোস্ত রান্না করি। আজ প্রথম করলাম পোস্ত বড়া।’ কিন্তু পোস্তর বড়ার স্বাদ নিয়ে যে তিনি ‘ঘটি বন্ধুদের’ মতো উচ্ছ্বসিত নন, রাখঢাক না করেই সে কথা জানিয়েছেন লেখিকা। কারণ কোনও দিনই পোস্তর বড়া খেতে অভ্যস্ত নন তিনি। তসলিমার কথায়, ‘নতুন একটা রান্না শিখলে যে আনন্দ, সেই আনন্দটুকুই শুধু হলো।’
বলা হয়, পোস্ত খেলে ভাল ঘুম আসে এবং এটি দুশ্চিন্তা কমাতেও সাহায্য করে। সেই আশাতেই জীবনে প্রথম উদ্যোগ নিয়ে পোস্তর বড়া ভেজেছেন তিনি। লিখেছেন, ‘বালিশে আমার মাথা মানেই দেড় মিনিটের মধ্যে গভীর ঘুমে চলে যাওয়া। দেখি পোস্ত আমার মাথাকে টেনে বালিশে নিতে পারে কিনা।'
জীবনে প্রথম পোস্তর বড়া তৈরির অভিজ্ঞতা লিখতে গিয়ে ভাবনারা ভিড় করেছে লেখিকার মনে, ‘অপিয়ামের বীজ। ভাবলেই গা কেঁপে ওঠে।’ বাড়ির হেঁসেলে তৈরি সাদামাঠা পদকে ছাড়িয়ে সেই ভাবনা গড়িয়েছে অনেক দূর। তসলিমা লিখেছেন, ‘যে অপিয়াম থেকে মরফিন আর হেরোইনের মতো ভয়াবহ জিনিস বেরোয়, সে অপিয়ামের বীজ মুঠো মুঠো খেয়ে নেবো আর তাতে নেশা ফেশা কিছুই হবে না, শুধু একটু মাথা আর বালিশ হলেও হতে পারে, ভাবাই যায় না।’