তাপসী পান্নু।
বলিউডের স্পষ্টবক্তা তিনি। নেপোটিজম থেকে রাজনীতি, কোনও বিষয়েই গলা উঁচিয়ে কথা বলতে পিছুপা হন না অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ফের ইন্ডাস্ট্রিতে তাঁর কিছু তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরলেন।
তাপসী বলেন, “ইন্ডাস্ট্রিতে কাজ শুরুর প্রথম দিকে আমাকে অনেক যুক্তিহীন জিনিসের মুখোমুখি হতে হয়েছে। যেমন নায়কদের স্ত্রীদের আমাকে পছন্দ হয়নি বলে আমাকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে নায়িকা হওয়ার মতো সুন্দরী আমি নই।” এখানেই থেমে যাননি তাপসী। নায়িকা জানান, তাঁর বলা একটি সংলাপ একবার নায়কের পছন্দ হয়নি। তাপসীকে সেটি পরিবর্তন করতে বলা হলেও তিনি রাজি না হওয়ায়, তাঁর অজান্তে ডাবিং আর্টিস্ট এনে সেই কাজটি করানো হয়।
বর্তমানে সফল অভিনেত্রীদের তালিকায় তাপসীর নাম উজ্জ্বল। এত কিছুর পরেও ইন্ডাস্ট্রির একাংশের নারীদের প্রতি আচরণ এখনও তাঁর চিন্তার কারণ। তিনি মনে করেন, মেয়েদের দমিয়ে রাখাতেই বিশ্বাসী এই ইন্ডাস্ট্রি।
আরও খবর: এর আগে কতগুলো মধুচন্দ্রিমা কাটিয়েছেন? বরের সঙ্গে ছবি দিয়ে ট্রোল হলেন নেহা
সে রকমই একটি উদাহরণ দিতে গিয়ে তাপসীর মনে পড়ে যায় তাঁর নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। তিনি জানালেন, “আমাকে একবার বলা হয়েছিল আমার ছবির নায়কের আগের ছবিটি সফল না হওয়ায় বর্তমান ছবির বাজেটে কিছু ছাঁটকাট করতে হয়েছে। সেই কারণবশত আমার পারিশ্রমিক কমিয়ে দেওয়া হয়েছে। অন্য একজন নায়ক আবার চেয়েছিলেন একটি ছবিতে আমার শুরুর দৃশ্যটি পরিবর্তন করা হোক। আমার দৃশ্যটি তাঁর দৃশ্যকে ছাপিয়ে যেতে পারে বলে মনে হয়েছিল সেই নায়কের।”
আরও পড়ুন: রেস্তোরাঁর ওয়েটার থেকে দেশের প্রথম নায়িকা, ‘মহিলা’ হয়েই কেরিয়ার গড়েন অণ্ণা
২০১৩ সালে ‘চশমে বদ্দুর’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তাপসী। তার আগে বেশ কয়েক বছর চুটিয়ে কাজ করেছেন দক্ষিণী ইন্ডস্ট্রিতে। এরপর বলিউডেও ‘পিঙ্ক’, ‘মুল্ক’, ‘থাপ্পড়’-এর মতো সফল ছবি দিয়েছেন অভিনেত্রী। তবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, নিজেকে কাজের উৎসাহ জোগাবে এ রকম ছবিই এ বার থেকে করবেন তাপসী।