Tapsee Pannu

জিমে শরীরচর্চায় এত ব্যস্ত কেন তাপসী পান্নু?

তাপসীর এই পোস্টে তাঁর ‘মাসল’-এর প্রশংসা করেছেন অভিনেত্রী তিস্কা চোপড়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ১৯:৩৬
Share:

তাপসী পান্নু।

জিমে ঘাম ঝরাতে ব্যস্ত তাপসী পান্নু। লক্ষ্য শুধুই শরীরচর্চা নয়।

নিজের পরবর্তী ছবি ‘রেশমি রকেট’-এর প্রস্তুতির জন্য উঠেপড়ে লেগেছেন তাপসী। এই ছবিতে এক জন অ্যাথলিটের ভূমিকায় দেখা যাবে তাপসীকে। মঙ্গলবার নিজের জিম সেশনের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন তাপসী। সেখানে দেখা যাচ্ছে, হালকা পিচ রঙা ট্যাঙ্ক টপে শরীরচর্চায় ব্যস্ত তাপসী। তাঁর এলোমেলো চুলগুলো একটা হালকা খোঁপায় আটকে রেখেছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জিমে ব্যাড হেয়ার ডে-গুলিকে এমনই দেখায়।’ তাপসীর এই পোস্টে তাঁর ‘মাসল’-এর প্রশংসা করেছেন অভিনেত্রী তিস্কা চোপড়া। এ ছাড়াও অনুরাগীরা অভিনেত্রীর পরিশ্রমে মুগ্ধ হয়ে তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।

‘রেশমি রকেট’-এ নামভূমিকায় দেখা যাবে তাপসীকে। এক সাধারণ মেয়ের ছোট্ট গ্রাম থেকে উঠে অ্যাথলিট হওয়ার স্বপ্নপূরণের গল্প তুলে ধরবে এই ছবি। ২০২১ সালে মুক্তি পেতে চলেছে এই ছবি। এ ছাড়াও ‘লুপ লাপেটা’ ছবিতে দেখা যাবে তাপসীকে। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত হিট জার্মান ছবি ‘রান লোলা রান’ থেকে অনুপ্রাণিত এই ছবিতে তাপসীর সঙ্গে দেখা যাবে তাহির রাজ ভাসিনকেও।

Advertisement

A post shared by Taapsee Pannu (@taapsee)

আরও পড়ুন: রিয়া, দীপিকা, সারা, শ্রদ্ধাদের ফোন ফরেন্সিকে পাঠাল এনসিবি

Advertisement

মধু কবি, শেক্সপিয়রের পর ‘টুম্পা’কে সংস্কৃতিমনস্ক করার চেষ্টায় কবি জীবনানন্দ​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement