Tanusree Chakraborty

Tanushree: কাজের জন্যই কি প্রেম, বিয়েতে ‘না’ তনুশ্রীর? মুখ খুললেন নায়িকা

কেবল কাজ! বিয়ে করে থিতু হবেন না তনুশ্রী চক্রবর্তী? রাজকুমার গুপ্তকে তাই ফিরিয়ে দিয়েছেন? অকপট নায়িকা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৫:৪২
Share:

এ বার সানির সঙ্গে জুটি বাঁধছেন তনুশ্রী

বাংলা তোলপাড় তনুশ্রী চক্রবর্তীর বিচ্ছেদের খবরে! নায়িকার গলায় মনখারাপের লেশমাত্র নেই!

Advertisement

আমেরিকা থেকে সদ্য ফিরেছেন তনুশ্রী চক্রবর্তী। ঝরঝরে মেজাজ। সকালের জলখাবার খেতে খেতে ফোনেই আড্ডা আনন্দবাজার অনলাইনের সঙ্গে। বলেছেন, ‘‘কাজের চাপে গত তিন বছর কলকাতার বাইরে পা রাখতে পারিনি। বেড়াতেও যাওয়া হয়নি। যেচে আসা সুযোগ কেউ ছাড়ে?’’

এ দিকে গুঞ্জন বলছে, কেরিয়ারের জন্যই নাকি ব্যবসায়ী রাজকুমার গুপ্তের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। প্রশ্ন শুনেই সঙ্গে সঙ্গে সংযত তনুশ্রী। নায়িকার মতে, নির্দিষ্ট সময় এলে সবাইকে সব জানাবেন। এখনও বিষয়টি নিয়ে বলার মতো কিচ্ছু নেই। যাঁরা গুঞ্জনে বিশ্বাস করতে চান, করবেন! সংসার, প্রেম, ব্যক্তিগত জীবন নিয়ে কবে ভাববেন তবে তনুশ্রী? এ বার নায়িকা বললেন, ‘‘প্রত্যেকের জন্য কেউ না কেউ নির্দিষ্ট থাকেন। সময়ে তিনি প্রকাশ্যে আসেন। আমার জন্যও কেউ না কেউ নিশ্চয়ই আছেন। সবটাই তাই সময়ের হাতে ছেড়ে দিয়েছি।’’

Advertisement

তিনি বলিউডে ছবি করছেন। বিপরীতে সানি দেওল। খবর, জোধপুর, উদয়পুরে বলিউড ‘অ্যাকশন হিরো’র সঙ্গে চুটিয়ে অ্যাকশন দৃশ্যে শ্যুট করেছেন। এইটুকুই। এর বেশি বলা যাবে না। হিন্দি ছবির কাজ শেষ? ‘‘বিশ্বাস করুন, চুক্তিপত্রে সই করেছি। কিচ্ছু বলতে পারব না’’, বক্তব্য নায়িকার। বদলে জানিয়েছেন, কিছু নির্দিষ্ট শ্যুটিংয়ের সময় পিছিয়েছে। সেই ফাঁকেই তিনি বিদেশে উড়ে গিয়েছেন। নায়িকার মন তাজা প্রবাসে সম্মানিত হয়ে। তিনটি ছবি নিয়ে আমেরিকা পাড়ি দিয়েছিলেন তনুশ্রী। ‘আবার বছর ২০ পরে’, ‘কাঞ্চনজঙ্ঘা’, ‘সামসারা’। ছবি দেখে সেখানকার বাঙালি দর্শকেরা আপ্লুত। খুশি তনুশ্রীও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement