saif ali khan

‘কুকি’ তৈরি করেছে তৈমুর, রেখেছে বিশেষ চমক

পাপারাৎজিদের ক্যামেরার সামনে হোক বা রান্নাঘর, পটৌডি পরিবারের আদরের ‘টিম’ সবেতেই  ওস্তাদ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২১ ১৭:০৪
Share:

তৈমুর আলি খান।

নতুন অতিথি এসেছে পরিবারে। ৩ থেকে ৪ হয়েছেন ‘সইফিনা’। সে কথা ভালই বুঝেছে বছর চারেকের তৈমুর আলি খান। তারই প্রমাণ মিলল করিনা কপূর খানের সাম্প্রতিকতম ইনস্টাগ্রাম পোস্টে।

পাপারাৎজিদের ক্যামেরার সামনে হোক বা রান্নাঘর, পটৌডি পরিবারের আদরের ‘টিম’ সবেতেই ওস্তাদ। এ বার ‘কুকি’ বেক করেছে সে। যেমন তেমন কুকি নয়, মা, বাবা আর ভাই এবং নিজের আকৃতির কুকি তৈরি করে রীতিমতো ট্রে-তে সাজিয়ে নিয়ে এসেছে তৈমুর। ছেলের হাতের তৈরি এই ছোট্ট পরিবার দেখে আপ্লুত করিনা। ইনস্টাগ্রামে ‘শেফ’সহ কুকির ছবি পোস্ট করলেন তিনি। আকারে সব থেকে ছোট কুকিটি যে তৈমুরের ভাই, তা-ও বুঝে নিতে অসুবিধা হয় না আর। এই ছবি দেখে আপ্লুত নেটাগরিকরাও। তৈমুরকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।

গত ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন করিনা। দাদু রণধীর কপূর জানিয়েছিলেন, ভাইকে পেয়ে ‘ভীষণ’ খুশি তৈমুর। নিজের ‘কুকি’ পরিবারে ছোট ভাইকে সামিল করে সেই কথাই আরও এক বার বুঝিয়ে দিল সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement