Tahsan Rahman Khan

ইদের পর আবার একসঙ্গে তাহসান এবং মিথিলা, স্মৃতিমেদুর নেটাগরিকরা

২০১৭ সালে ভেঙে যায় তাহসান-মিথিলার দীর্ঘ ১১ বছরের দাম্পত্য। পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা।  

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২১ ২২:০১
Share:

তাহসান এবং মিথিলা।

স্মৃতিমেদুর ওপার বাংলার মানুষ। ফের একসঙ্গে তাহসান রহমান খান এবং রাফিয়াত রাশিদ মিথিলা। এক সময় পর্দার মতোই বাস্তবেও দু’জনের রসায়নে বুঁদ ছিলেন তাঁদের অনুরাগীরা। তবে ছেদ পড়ে সেই রূপকথার গল্পে। ২০১৭ সালে ভেঙে যায় তাহসান এবং মিথিলার দীর্ঘ ১১ বছরের দাম্পত্য। পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা।

Advertisement


শনিবার একটি ই-কমার্স সংস্থার প্রচারের জন্য একসঙ্গে লাইভে আসেন বাংলাদেশের তাহসান এবং মিথিলা। শুধু তাই নয়, সঞ্চালকের কথায় প্রশ্নোত্তর পর্বেও অংশগ্রহণ করেন তাঁরা।

এই খেলা থেকে যে পুরস্কার তাঁরা পাবেন, দু’জনেই ঠিক করেছেন তা তাঁদের অনুরাগীদের মধ্যে ভাগ করে দেবেন। তবে শর্ত একটাই, তাহসান এবং মিথিলার থেকে পুরস্কার তাঁরাই পাবেন যাঁরা সেই লাইভে ইতিবাচক মন্তব্য করেছেন। দু’জনের বিচ্ছেদ আড়াআড়ি ভাবে ভাগ করে দিয়েছিল তাঁদের অনুরাগীদেরও। তার ফলস্বরূপ নেটমাধ্যমে প্রায়ই দু’জনকে ঘিরে নেতিবাচক মন্তব্য চোখে পড়ত। তবে এ সবকে কখনই তোয়াক্কা করেননি তাঁরা। দাম্পত্য ভেঙে গেলেও এখনও বন্ধুত্ব রয়েছে দু’জনের। গত জানুয়ারি মাসে আনন্দবাজার ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, “আমার এবং মিথিলার বিচ্ছেদের তিন বছর পেরিয়ে গিয়েছে।আমরা কেউই বাইরের মানুষের কথায় আমাদের বন্ধুত্ব নষ্ট করিনি। তাই বোধ হয় আমাদের সম্পর্কটা এতটা সহজ।” এই লাইভ যেন আরও একবার প্রমাণ করল সে কথাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement