সিরিয়াস চরিত্রে আপত্তি টাবুর

তাঁকে ছকভাঙা ভূমিকায় দেখতে পাওয়ার প্রধান বাধা পরিচালকদের আলস্য। ‘মাচিস’, ‘অস্তিত্ব’, ‘চাঁদনি বার’, ‘মকবুল’, ‘হায়দর’ ইত্যাদিতে বার বার নিজেকে অতিক্রমের খেলায় নেমেছেন জাতীয় পুরস্কার বিজয়িনী অভিনেত্রী টাবু। তাঁর অভিনয়ের বৈচিত্র্য খোঁজা যেতে পারে ‘চাচি ৪২০’, ‘সাজন চলে সসুরাল’, ‘হেরাফেরি’, ‘বিবি নং ১’ প্রভৃতি কমেডি ছবিতেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৫ ০০:০০
Share:

তাঁকে ছকভাঙা ভূমিকায় দেখতে পাওয়ার প্রধান বাধা পরিচালকদের আলস্য। ‘মাচিস’, ‘অস্তিত্ব’, ‘চাঁদনি বার’, ‘মকবুল’, ‘হায়দর’ ইত্যাদিতে বার বার নিজেকে অতিক্রমের খেলায় নেমেছেন জাতীয় পুরস্কার বিজয়িনী অভিনেত্রী টাবু। তাঁর অভিনয়ের বৈচিত্র্য খোঁজা যেতে পারে ‘চাচি ৪২০’, ‘সাজন চলে সসুরাল’, ‘হেরাফেরি’, ‘বিবি নং ১’ প্রভৃতি কমেডি ছবিতেও। কিন্তু কোথাও কি কোনও অতৃপ্তি বোধ করেন ৪৩ বছর বয়সের এই প্রতিভাময়ী? সম্প্রতি এক সাক্ষাৎকারে টাবু জানালেন বার বার তথাকথিত সিরিয়াস চরিত্রে তাঁকে কাস্ট করার পিছনে মূলত কাজ করছে পরিচালকদের দেখার অভাব। একটি নির্দিষ্ট গণ্ডির বেড়াজালে টাবু আটকে রয়েছেন অনেক দিন। ‘চাচি ৪২০’ বা ‘হেরাফেরি’-র মতো ছবিতে যেখানে সব চরিত্রই অদ্ভুত টাবুর চরিত্র সেখানে সিরিয়াস, গম্ভীর। তিনি মনে করেন, তাঁকে বিভিন্ন ভূমিকায় দেখানোর জন্য যে মস্তিষ্কের ব্যায়ামটুকু প্রয়োজন, সেটা পরিচালকরা করেন না। নিজেকে ‘সিরিয়াস সিনেমা’-র এক্সক্লুসিভ অভিনেত্রী হিসেবে আর দেখতে চান না নায়িকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement