তাপসী পান্নু
বলিউডে পারিশ্রমিকের বৈষম্য নিয়ে হালফিলে সরব হয়েছেন অনেক অভিনেত্রীই। তবে এই বিষয়ে তাপসী পান্নুর চিন্তাভাবনা একটু অন্য রকম। এক সাক্ষাৎকারে তাপসী বলেছেন, ‘‘আমার নিজের ছবির ওপেনিং কালেকশন যদি কোনও সহকর্মী পুরুষ অভিনেতার ছবির সমান সমান হয়, তখনই কেবল সমান পারিশ্রমিকের দাবি করতে পারি।’’ তাপসীর যুক্তি, ‘‘বছরে মহিলাকেন্দ্রিক ছবি ক’টা হয়? ‘কুইন’ বা ‘মেরি কম’-এর মতো হাতে গোনা কয়েকটা ছবিই আছে। যে দিন দর্শক প্রথম দিনেই মহিলাকেন্দ্রিক ছবি দেখতে আসবেন, ওপেনিং কালেকশন হবে ১০-১৫ কোটি, সে দিনই আমি সম পারিশ্রমিকের দাবি তুলব।’’
গত বছর তাপসী অভিনীত ‘পিঙ্ক’ সব শ্রেণির দর্শকের কাছেই সমান ভাবে সমাদৃত হয়েছিল। বক্স অফিসেও মোটামুটি ভাল ব্যবসা করেছিল। তবু তাপসীর মতে, ‘‘যদি কোনও পুরুষ অভিনেতার ছবির ওপেনিং-এর সঙ্গে তুলনা করেন, তবে অঙ্কটা খুবই কম। তাই কোনও প্রযোজকের কাছে এখনই পুরুষ অভিনেতার সমান পারিশ্রমিক চাওয়া আমার ঠিক হবে না।’’