Taapsee Pannu

আমার মায়ের গালে বাবার অফিসের স্ট্রেসের থাপ্পড়: তাপসী পান্নু

ভিডিয়োতে দেখা গেল থাপ্পড়ের সঙ্গে অভ্যস্ত মেয়েকে এক কথায় বিয়ে করতে রাজি পাত্র ও তার পরিবার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৭
Share:

তাপসী পান্নু। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তাপসীর নতুন চমক। একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি।
ভিডিয়োতে দেখা যায় তাপসীকে ছেলের বাড়ি থেকে দেখতে এসেছে। খাওয়ার প্রসঙ্গে উঠে থাপ্পড়ের গল্প। যেন থাপ্পড় কোনও বিষয়ই নয়। এ সব তো বাড়িতে চলতেই থাকে।
তাপসীও সহজেই বলেন ‘‘আমি ফুডি নই। তবে ছোটবেলা থেকেই মাকে থাপ্পড় খেতে দেখেছি। মায়ের এক গালে বাবার অফিসের স্ট্রেস আর এক গালে বাড়ির স্ট্রেসের থাপ্পড়ের দাগ। থাপ্পড়ের সঙ্গে আমি পরিচিত।’’ এই বলে যেন সপাটে সমাজের ওপর থাপ্পড় চড়ালেন তাপসী।

Advertisement

আরও পড়ুন: টুইঙ্কলের ‘কুকীর্তি’ ফাঁস, রেগে গেলেন অক্ষয়

ভিডিয়োতে দেখা গেল থাপ্পড়ের সঙ্গে অভ্যস্ত মেয়েকে এক কথায় বিয়ে করতে রাজি পাত্র ও তার পরিবার। তাপসী আবার পাত্রের উদ্দেশে বলেন, ‘‘আমিও তোমায় বিয়ে করতে রাজি। কিন্তু তোমায় আমি ভালবাসি না। ভালবাসায় থাপ্পড় আসতে পারে না। প্রেম কি থাপ্পড় মারার লাইসেন্স?'
গোটা বিশ্বের কাছেই এই প্রশ্ন রাখছেন তাপসী। 'ভায়োলেটাইন ডে' কে ভিডিয়োর মাধ্যমেই 'ভ্যালেন্টাইন্স ডে' তে পরিণত করলিন তাপসী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement