swastika dutta

Swastika-Shovan: একসঙ্গে বৃষ্টিতে ভিজলেন স্বস্তিকা-শোভন, নেপথ্যে প্রেমের গান

স্বস্তিকা নিজের ভিডিয়োয় কোথাও শোভনের নামোল্লেখ করেননি, কিন্তু বারান্দার রেলিং ও পোশাক দেখে স্পষ্ট, দু’টো ভিডিয়ো একই সময়ে তোলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৭:৪৩
Share:

গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

আবহাওয়া দফতর বলছে, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে বর্ষা এসে গিয়েছে। অনেকের কাছেই বৃষ্টি আর প্রেম, কাছাকাছি শব্দ। তারই প্রমাণ দিলেন জনপ্রিয় যুগল গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা দত্ত। একসঙ্গে সময় কাটালেন বৃষ্টি উপভোগ করার জন্য। একাধিক রিল ভিডিয়ো দেখা গেল তাঁদের ইনস্টাগ্রামে।

Advertisement

স্বস্তিকার রিল ভিডিয়োয় ওস্তাদ রসিদ খানের গান বাজছে নেপথ্যে। তার তালে তালে সাদা কালো বিভিন্ন মুহূর্ত ফুটে উঠছে। কখনও নূপুর পায়ে অভিনেত্রীর হেঁটে যাওয়া। যেখানে কেবল তাঁর পা দু’টি দৃশ্যমান। আবার বারান্দার রেলিং, যেখান থেকে বৃষ্টির জলের ফোঁটা পড়ছে নীচে। কখনও বাইরের ভেজা সবুজের চিত্র, কখনও আবার বৃষ্টি ভেজা স্বস্তিকার হাসিমুখ।

শোভনের রিল ভিডিয়োয় শোভন নেই। রয়েছেন স্বস্তিকা। অনুমান করে নেওয়া যায়, ভিডিয়োর সৌজন্যে শোভন। সেই ভিডিয়োর নেপথ্যে গায়িকা শুভা মুদগলের গান। স্বস্তিকার হাতে বৃষ্টির ছোঁয়া, তাঁর হাসিমুখ, বাইরের বাগান, জলে ভেজা রেলিং— নানা দৃশ্য ভেসে উঠেছে শোভনের ভিডিয়োয়। ভিডিয়োর পাশে লেখা, ‘আজ’।

Advertisement

যদিও স্বস্তিকা নিজের ভিডিয়োয় কোথাও শোভনের নামোল্লেখ করেননি, কিন্তু বারান্দার রেলিং ও পোশাক দেখে এ কথা স্পষ্ট, দু’টো ভিডিয়ো একই সময়ে তোলা। বৃষ্টি, প্রেমের গান— যুগলের সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে খুশি নেটাগরিকরা। তার প্রমাণ মন্তব্য বাক্সেই ফুটে উঠেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement