Swara Bhasker

স্বামী ভিন্ন ধর্মের, সম্প্রীতির কথা মাথায় রেখেই কি বিয়েতে পোশাক নির্বাচন স্বরার?

গত মাসে আইনি বিয়ে সেরেছেন সইসাবুদ করে। সামাজিক রীতি মেনে এ বার সাত পাক ঘুরতে চলেছেন স্বরা ভাস্কর। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে নজর কেড়েছে স্বরার পোশাক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৭:২৩
Share:

এ বার প্রকাশ্যে এল স্বরার মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠানের ছবি। ছবি: ইনস্টাগ্রাম।

আইনি বিয়ে সেরেছেন এক মাস আগে। ভিন্ন ধর্মের ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে সইসাবুদ সারেন অভিনেত্রী। এক মাসের মাথায় সামাজিক রীতি মেনে বিয়ে করছেন দু’জনে। দিল্লিতে স্বরার দিদিমার বাড়িতে বসেছে বিয়ের আসর। রবিবার গায়েহলুদের অনুষ্ঠানের পর এ বার প্রকাশ্যে এল মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠানের ছবি।

Advertisement

মেহেন্দির অনুষ্ঠানে স্বরার পরনে ছিল গেরুয়া রঙের আনারকলি। ফাহাদ সেজেছিলেন কুর্তা-পাজামা ও নেহরু কোটে। ছবি: ইনস্টাগ্রাম।

মেহেন্দির অনুষ্ঠানে স্বরার পরনে ছিল গেরুয়া রঙের আনারকলি। সঙ্গে মানানসই গয়না ও হাতভর্তি মেহেন্দি। কুর্তা-পাজামা ও নেহরু কোটে সেজেছিলেন ফাহাদ। মেহেন্দির অনুষ্ঠানে খাওয়াদাওয়াও জমজমাট। ইনস্টাগ্রামের স্টোরিতেই মিলল সেই প্রমাণ। ‘‘নিজের বিয়েতে নিজেই খেতে ব্যস্ত!’’ স্টোরিতে মজা করে লেখেন স্বরা। ফাহাদের হাতে তাঁর নাম লেখা মেহেন্দির ছবিও শেয়ার করেন অভিনেত্রী।

সঙ্গীতের অনুষ্ঠানের জন্য স্বরা বেছে নিয়েছিলেন সবুজ লেহঙ্গা। ফাহাদের পরনে ছিল সবুজ কুর্তা-পাজামা। ছবি: ইনস্টাগ্রাম।

সঙ্গীতের অনুষ্ঠানের জন্য স্বরা বেছে নিয়েছিলেন সবুজ লেহঙ্গা। ফাহাদের পরনে ছিল সবুজ কুর্তা-পাজামা। সঙ্গীতের অনুষ্ঠানের জন্য বাহারি রঙে সাজানো হয়েছিল বাড়ির বাগান। উপস্থিত ছিলেন অতিথিরাও। রাজস্থানী লোকসঙ্গীত শিল্পী দীনে খানের পারফরম্যান্সের ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করেন স্বরা। আগেই খবর পাওয়া গিয়েছিল, স্বরা ও ফাহাদের সঙ্গীতের অনুষ্ঠানে থাকতে চলেছে এক বিশেষ গানের পর্ব। আমন্ত্রিতদের জন্য কাওয়ালি গানের অনুষ্ঠানের আয়োজনেরও খবর মেলে।

Advertisement

ভিন্নধর্মী ফাহাদকে বিয়ে করেছেন স্বরা। সে জন্য বিয়ের পরেই বিতর্কের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। তাই, তাঁদের বিয়েতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা যে থাকবে, তা আগে থেকেই আঁচ করা গিয়েছিল। বিয়ের অনুষ্ঠানেও ছোঁয়া সেই ভাবনার। মেহেন্দির অনুষ্ঠানে গেরুয়া সাজ, আর সঙ্গীতের অনুষ্ঠানে সবুজ পোশাক। বিয়ের পোশাক নির্বাচনের মাধ্যমেই কি সেই বার্তা দিতে চেয়েছেন স্বরা? তাই মনে করছেন অনুরাগীরা। স্বরা ও ফাহাদের বিয়ের আমন্ত্রণপত্রেও ছিল সম্প্রীতির ছাপ। বিপ্লব ও প্রেমের যুগলবন্দিতে আমন্ত্রণপত্র সাজিয়েছিলেন নবদম্পতি। সমাজমাধ্যমে প্রকাশ পেতেই ভাইরাল হয়েছিল তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement