Swara Bhasker

সন্তানের জন্ম দেওয়ার পরে চেহারায় পরিবর্তন! কার উপর ক্ষোভ উগরে দিলেন স্বরা?

ওজন বেড়ে যাওয়ার জন্য কাজ পাচ্ছেন না স্বরা। এই প্রতিবেদন দেখেই ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৪ ১৮:৪৫
Share:

স্বরা ভাস্কর। ছবি-সংগৃহীত।

২০২৩-এর সেপ্টেম্বরে প্রথম বার মা হয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। কিছু দিন অভিনয় থেকে নিজেকে দূরেই রেখেছেন অভিনেত্রী। কিন্তু সম্প্রতি এক জাতীয় সংবাদমাধ্যম নাকি দাবি করেছে, ওজন বেড়ে যাওয়ার জন্য কাজ পাচ্ছেন না স্বরা। এই প্রতিবেদন দেখেই ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী।

Advertisement

মঙ্গলবার নিজের সমাজমাধ্যমে সেই প্রতিবেদনের ছবি পোস্ট করে স্বরা লিখেছেন, ‘‘যাঁরা দেবনাগরী অক্ষর পড়তে পারেন না তাঁদের বলছি, এটি একটি প্রথম সারির সংবাদপত্র। কয়েক মাস আগে যে মহিলা মা হয়েছেন, তাঁর ওজন বৃদ্ধি নিয়ে প্রতিবেদন লেখা যায় বলে এরা মনে করে।’’

ওই হিন্দি প্রতিবেদনে লেখা হয়, ‘‘ওজন বৃদ্ধির জন্য ছবিতে কাজ পাচ্ছেন না স্বরা।’’ অভিনেত্রী নেটাগরিকদের উদ্দেশে বলেন, ‘‘এই মহারথীদের কেউ বোঝান, সন্তানের জন্ম দেওয়ার পরে শরীরে কী কী পরিবর্তন হয়।’’

Advertisement

রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করার ১০ মাস পরে স্বরার কোলে আসে প্রথম সন্তান, রাবিয়া। সংবাদমাধ্যমকে সেই সময়ে অভিনেত্রী বলেছিলেন, ‘‘২০২৩ সাল আমার জন্য দারুণ কেটেছে। আমার বিয়ের ১০ মাসের মধ্যেই আমার সন্তান হয়। ফাহাদের সঙ্গে বিয়ের ৩ মাস আগেও আমি জানতাম না, সত্যিই ৩ মাস পরেই আমাদের বিয়েটা হচ্ছে। ঈশ্বর যখন কিছু দেন, দু’হাত উপুড় করে দেন।’’

সন্তান সম্পর্কে স্বরা বলেছিলেন, ‘‘সমস্ত সন্তানই তাঁদের বাবা-মায়ের প্রতিফলন। বাবা-মায়ের মূল্যবোধই তারা শেখে। রাবিয়া দুই বিশ্বাস ও দুই সংস্কৃতি শিখবে।’’ উল্লেখ্য, স্বরাকে শেষ দেখা গিয়েছিল ‘জাঁহা চার ইয়ার’ ছবিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement