sushmita sen

Sushmita Sen: ‘দীপাবলির আগে লক্ষ্মী এল ঘরে’, সুস্মিতা সেনের পরিবারে নতুন সদস্য

পিসি হলেন বিশ্বসুন্দরী। ভাই রাজীব সেন এবং ভাইয়ের স্ত্রী চারু আসোপার প্রথম সন্তানের জন্ম হল সোমবার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২১ ১৮:৫২
Share:

ভাই রাজীবের সঙ্গে সুস্মিতা (বাঁ দিকে), সুস্মিতা (ডান)

পদোন্নতি হল সুস্মিতা সেনের!

পেশায় নয়। একেবারে ব্যক্তিগত জীবনে।

পিসি হলেন বিশ্বসুন্দরী। সৌজন্যে পরিবারের খুদেতম সদস্য। ভাই রাজীব সেন এবং ভাইয়ের স্ত্রী চারু আসোপার প্রথম সন্তানের জন্ম হল সোমবার। আনন্দে আত্মহারা সুস্মিতা লিখলেন, ‘দীপাবলির আগে লক্ষ্মী এল ঘরে’।

হাসপাতালে গিয়ে ‘পিসি’র অঙ্গে স্বাস্থ্যকর্মীর পোশাক। ছবি দিয়েছেন সুস্মিতা নিজেই। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মেয়ে হয়েছে। চারু এবং রাজীবকে অনেক শুভেচ্ছা। আজ সকালে পিসি হয়েছি আমি। সদ্যোজাতর ছবি দেওয়া বারণ, তাই নিজের ছবি-ই দিলাম। চারু যখন ছোট্ট পরিকে জন্ম দিচ্ছিল, আমার এই ছবিটি ঠিক তখনই তোলা।’

Advertisement

তবে ইনস্টাগ্রামে সদ্যোজাতের ছবি দিয়েছেন বাবা রাজীব নিজেই। তিনটি ছবির একটিতে মায়ের কোলে একরত্তি, পাশে দাঁড়িয়ে বাবা। দ্বিতীয় ছবিটিতে চারুর কপালে সদ্য বাবা রাজীবের চুমু। তৃতীয়টিতে দেখা যাচ্ছে, বাবার কোলে শুয়ে ছোট্ট ছোট্ট হাত নাড়াচ্ছে সদ্যোজাত। রাজীব জানিয়েছেন, সুস্থ আছেন চারু। ভাল আছে সদ্যোজাতও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement