দুই মেয়ের সঙ্গে সুস্মিতা। ছবি: সংগৃহীত।
প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী তিনি। বলিউডের নামজাদা অভিনেত্রীও। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও একাধিক মাইলফলক সিদ্ধান্তের জন্য বার বার চর্চায় উঠে এসেছেন সুস্মিতা সেন। নিজের শর্তে জীবনযাপন করেছেন। প্রেমে পড়েছেন, তবে বিয়ে করেননি। দত্তক নিয়েছেন দুই মেয়েকে, রেনে ও আলিশা। এক জনের বয়স এখন ২৩, অন্য জনের বয়স ১৪। ইতিমধ্যেই বিনোদনের জগতে পা রেখেছেন রেনে। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিচ্ছে আলিশা। একা হাতে দুই মেয়েকে বড় করেছেন সুস্মিতা। দুই মেয়েকে বড় করতে গিয়ে কখনও পুরুষসঙ্গীর অভাব বোধ করেননি তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, দুই মেয়ের অমত ছিল বলেই কখনও বিয়ের পথে হাঁটেননি তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম, বিয়ে ও তাঁর দুই মেয়ের জীবনে বাবার অভাব নিয়ে মুখ খোলেন সুস্মিতা। অভিনেত্রীর দাবি, একাধিক বার প্রেমে পড়লে দুই মেয়ের কখনও রাজি না হওয়ার কারণেই বিয়ের পিঁড়িতে বসতে পারেননি তিনি। সুস্মিতার দাবি, তাঁর মেয়েরা নাকি তাঁকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল— তারা বাবার অভাব বোধ করে না, তাই বাবার প্রয়োজনও নেই তাদের জীবনে। সুস্মিতার কথায়, ‘‘এটা একটা ভীষণ প্রচলিত ধারণা যে, একা মায়ের সন্তানরা একটু বেশিই বাবার অভাব বোধ করে। বিষয়টা তা নয়। বাবা থাকাটা সন্তানের জীবনে অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে জীবনে আমরা যেটা কোনও দিন পাইনি, সেটা আমারা কখনও মিস্ করি না। বাবার ক্ষেত্রেও বিষয়টা অনেকটা সে রকমই।’’ সুস্মিতার মতে, ‘‘আমার বাবা আমার দুই মেয়ের দাদু। কোনও সময় বাবার মতো কাউকে প্রয়োজন হলে ওরা দাদুর কাছেই যায়।’’
মাত্র ২৪ বছর বয়সে রেনেকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা। এখন সেই কন্যা ২৩ বছরের তরুণী। ২০১০ সালে দ্বিতীয় সন্তান দত্তক নেন সুস্মিতা। আলিশার বয়স এখন ১৪। দুই মেয়েকে নিয়ে ভরা সংসার তাঁর। বিয়ের পরিকল্পনা এখনও নেই সুস্মিতার। তবে প্রেম? সুস্মিতার কথায়, ‘‘ভালবাসাকে কখনও কেউ না বলে না কি!’’