Sushmita Sen

অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার পর সাত দিনও কাটেনি, ফের পুরনো অভ্যাসে ফিরে গেলেন সুস্মিতা সেন

পুরনো অভ্যাস ছাড়া কি অত সহজ! এত বড় হার্ট অ্যাটাকের দিন কয়েক কাটতে না কাটতেই সেই অভ্যাসের কাছে প্রত্যাবর্তন সুস্মিতার।

Advertisement

সংবাদসংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ০৮:৪৮
Share:

পুরনো অভ্যাস, সুস্থ হতেই সুস্মিতা শুরু করে দিয়েছেন যে কাজ। ছবি : ইনস্টাগ্রাম।

দিন কয়েক আগে সমাজমাধ্যমের পাতায় নিজের হার্ট অ্যাটাকের খবর দেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেন। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, বসেছে স্টেন্ট। নিজেই এই খবর দেন সুস্মিতা।বহু অনুরাগীর উদ্বেগ, দুঃশ্চিন্তা তাঁকে নিয়ে। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী। দিন কয়েক আগেই সমাজমাধ্যমে নিজের স্বাস্থ্যের হালহকিকত জানান। এ বার ফের ইনস্টায় নিজের শরীরচর্চার ছবি দিলেন অভিনেত্রী। সদ্য এত বড় বিপদ গেল, এর মধ্যেই শরীরের উপর চাপ দেওয়াটা কি ঠিক করছেন সুস্মিতা, উদ্বেগে প্রিয়জনেরা।

Advertisement

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে স্ট্রেচিং-এর ছবি দেন। অনুরাগীদের আশ্বস্ত করে লেখেন, ‘‘আমার চিকিৎসক অনুমতি দিয়েছেন।’’ তাই বাড়িতেই অল্প অল্প করে শুরু করলেন শরীরচর্চা। পাশপাশি জানান, তিনি এখন সম্পূর্ণ সুস্থ।

সুস্থ হতেই শুরু সুস্মিতার শরীরচর্চা। ছবি: ইনস্টাগ্রাম

২ মার্চ অভিনেত্রী নিজের হ্যার্ট অ্যাটাকের কথা জানান সকলকে। যদিও ঘটনাটি ঘটে তার দু’দিন আগে। ২৭ ফেব্রুয়ারি শুটিং চলাকালীন শারীরিক অস্বস্তি অনুভব করেন সুস্মিতা সেন। কাজের ফাঁকে অভিনেত্রী হঠাৎ জানান, তাঁর বুকে ব্যথা হচ্ছে। তখনই এক জন চিকিৎসককে দিয়ে দ্রুত স্বাস্থ্যপরীক্ষা করানো হয় অভিনেত্রীর। চিকিৎসকের পরামর্শে দ্রুত তাঁকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে কার্ডিয়োলজিস্ট বা হৃদ্‌রোগ চিকিৎসকরা তাঁকে দেখে জানান, অস্ত্রোপচার আবশ্যক। আসলে তাঁর হার্টে প্রায় ৯৫ শতাংশই ব্লকেজ ছিল।বলেন, ‘‘কার্ডিয়োলজিস্ট আমাকে বলেছেন, ‘আমার হৃদয় নাকি সত্যিই বেশ বড়’!’’ সেই হৃদয়কে আনন্দে ও সাহসে ভরিয়ে রাখতে চান তিনি। তবে এখন সুস্থ আছেন, বাড়িতে আছেন। খুব শীঘ্রই কাজে ফিরবেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement