সুস্মিতা সেন। ছবি: সুস্মিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে।
১৯৯৪। মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন। ঠিক তার এক বছর পরে সেই সম্মান পেয়েছিলেন মার্কিন প্রতিযোগী চেলসি স্মিথ। নিজের হাতে তাঁকে মুকুট পরিয়ে দিয়েছিলেন সুস্মিতা। তার পর থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল।
গত ৮ সেপ্টেম্বর প্রয়াত হলেন চেলসি। দীর্ঘদিন ধরে লিভারের ক্যানসারে ভুগছিলেন। লস অ্যাঞ্জেলসে পরিজনদের সঙ্গেই জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছিলেন তিনি। চেলসিকে হারানো সুস্মিতার কাছে প্রিয় বন্ধুকে হারানোর সামিল।
সোশ্যাল মিডিয়ায় চেলসিকে তাঁর মুকুট পরিয়ে দেওয়ার একটি ছবি শেয়ার করেছেন সুস্মিতা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওর হাসি, ওর উদ্যমী মনোভাব আমি ভালবাসতাম। আমার বন্ধু এ বার শান্তিতে ঘুমবে। দুগ্গা দুগ্গা...।’
আরও পড়ুন, লড়াই চলছে, নতুন ছবিতে প্রকাশ্যে এলেন সোনালি
বিভিন্ন কাজে নিজেকে জড়িয়ে রেখেছিলেন চেলসি। অভিনয়, গান, মডেলিং-এর মঞ্চে তাঁকে দেখেছেন দর্শক। চেলসির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)