Dhyan Chand

সুশান্তের শেষ পরিচালক বানাচ্ছেন ধ্যানচাঁদের বায়োপিক

এর আগে ‘উড়তা পঞ্জাব’, ‘ইশকিয়া’ ‘দেড় ইশকিয়া’ বানিয়েছিলেন। কেবল দর্শকদের না, সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন অভিষেক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ২০:৪১
Share:

অভিষেক চৌবের পরিচালনায় ধ্যানচাঁদের বায়োপিক।

কিংবদন্তি হকি প্লেয়ার ধ্যানচাঁদের বায়োপিক বড় পর্দায়। ‘সোনচিড়িয়া’-র পরিচালক অভিষেক চৌবে জোর প্রস্তুতি নিচ্ছেন ছবিটির জন্য। সুশান্ত সিংহ রাজপুতের শেষ পরিচালক তিনি। এর আগে ‘উড়তা পঞ্জাব’, ‘ইশকিয়া’ ‘দেড় ইশকিয়া’ বানিয়েছিলেন। কেবল দর্শকদের না, সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন অভিষেক।

Advertisement

খবরটি দিলেন ছবির প্রযোজক রনি স্ক্রিউওয়ালা। টুইটারে লিখলেন, ‘১৫০০-র বেশি গোল, তিনটি অলিম্পিক গোল্ড মেডেল— এ কাহিনি ভারতের গর্বের। ভারতের ‘হকি উইজার্ড ধ্যানচাঁদের বায়োপিক বানাতে চলেছি আমরা। অভিষেক চৌবের সঙ্গে। এই ছবির কথা ঘোষণা করে আমরা খুবই খুশি।’

ছবির কাস্টিং নিয়ে এখনও কোনও তথ্য সামনে আসেনি। কিন্তু শোনা যাচ্ছে, ধ্যানচাঁদের চরিত্রে বলিউডের প্রথম সারির অভিনেতাকেই বেছে নেবেন নির্মাতারা। এখন সেই প্রশ্নের উত্তর পেতে উৎসুক দর্শক।

Advertisement

আরও পড়ুন: কাজের দিনে টোটা ব্যস্ত ‘সামান্য অবসরে’!

আরও পড়ুন: মাদক মামলায় ফের সমন পাঠানো হল অভিনেতা অর্জুন রামপালকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement