Sushant Singh Rajput

হৃদরোগে আক্রান্ত সুশান্ত সিংহ রাজপুতের বাবা

হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কেকে সিংহ। ফরিদাবাদের এশিয়ান হসপিটালে ভর্তি করা হয়েছে তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ১৪:২৪
Share:

সুশান্ত সিংহ রাজপুত ও তাঁর বাবা কেকে সিংহ।

হৃদরোগে আক্রান্ত সুশান্তের বাবা। হাসপাতালে ভর্তি কেকে সিংহ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে গোটা দেশ।

Advertisement

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বাবার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চিন্তিত সুশান্ত অনুরাগীরা। ছবিতে দেখা যাচ্ছে, সুশান্তের বাবা কেকে সিংহ হাসপাতালের বেডে শুয়ে আছেন। গলায় ঝুলছে সার্জিক্যাল মাস্ক। পাশে দাঁড়িয়ে আছেন সুশান্তের দুই দিদি। তাঁদের হাসিমুখ দেখে বোঝা যাচ্ছে, আপাতত সুস্থ আছেন তাঁদের বাবা।

তারকা ফটোগ্রাফার বিরাল ভয়ানির পোস্ট থেকে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কেকে সিংহ। ফরিদাবাদের এশিয়ান হসপিটালে ভর্তি করা হয়েছে তাঁকে।

Advertisement

A post shared by Viral Bhayani (@viralbhayani)

সুশান্তের অনুরাগীদের কেউ কেউ লিখেছেন, ‘ঈশ্বর তাঁকে রক্ষা করুন’। কেউ লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আশা করি, তাঁর ছেলে জলদিই ন্যায় পাবেন’। কেউ ঈশ্বরের উদ্দেশে লিখেছেন, ‘তাঁরা একেই অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর সমস্যা তৈরি করবেন না’।

আরও পড়ুন: ‘কী করিলে বল পাইব তোমারে’... দীপুকে চোখে হারাচ্ছে অপু?

আরও পড়ুন: বাবা মায়ের বাধায় অধরা লিভ ইন, বহু বার প্রত্যাখ্যাত হয়ে স্কুলের প্রেমিকাকে বিয়ের করছেন বরুণ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement