Sushant Singh Case

সুশান্তের মৃত্যুতে নাম জড়িয়ে হাজতবাস, বিদেশযাত্রায় বাধা রিয়ার, এ বার কী করলেন অভিনেত্রী?

কাজের পরিসর বাড়াতে চান রিয়া। সেই কারণে ফের আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৮:১৯
Share:

(বাঁ দিকে) সুশান্ত সিংহ রাজপুত, রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

২০২০ সালে‌র ১৪ জুন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক প্রয়াণ। তার সরাসরি প্রভাব এসে পড়ে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর জীবনে। অভিনেতার মৃত্যুর জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয় তাঁর প্রেমিকা রিয়াকে। মাস দুয়েক জেলেই কাটাতে হয় তাঁকে। তার পর মাঝের দু’বছর ছিলেন লোকচক্ষুর আড়ালে। তবে জীবন বহমান। সুশান্তের স্মৃতি পিছনে ফেলে জীবনে এগিয়ে গিয়েছেন রিয়া। বেশ কিছু কাজও পেয়েছেন। তবে কাজের পরিসর বাড়াতে চান রিয়া। সেই কারণে ফের আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী।

Advertisement

সুশান্তের মৃত্যুর পর তাঁর উপর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন অভিনেতার বাবা। তার পর রিয়ার নামে জারি হয় লুক আউট নোটিস। যার ফলে এত দিন অভিনেত্রীর বিদেশ যাওয়ায় ছিল নিষেধাজ্ঞা। এ বার এই সার্কুলারটি স্থগিত রাখার জন্য বম্বে উচ্চ আদালতে আবেদন জানান রিয়া। কাজের প্রয়োজনে বিদেশে যেতে চান অভিনেত্রী। শুক্রবার, বিচারপতি এ এস গড়কড়ির নেতৃত্বের ডিভিশন বেঞ্চে রিয়ার আইনজীবী অভিনব চন্দ্রচূড় আবেদন জানান। এ দিন আদালতের তরফে জানতে চাওয়া হয়, সুশান্ত মামলায় নাম জড়ানোর পর থেকে রিয়া বিদেশে ভ্রমণ করেছেন কি না। জবাবে চন্দ্রচূড় জানান, মাদক মামলায় জামিন পাওয়ার পরে, বিশেষ এনডিপিএস আদালত থেকে বিদেশ ভ্রমণের অনুমতি পেয়েছিলেন রিয়া। তবে সিবিআইয়ের তরফে যে এফআইআর দায়ের করা হয়, তার জেরে অভিনেত্রী দেশ ছাড়তে পারেননি। তবে ওই কেসের কোনও অগ্রগতিও হয়নি, এমনকি রিয়ার নামে কোনও সমনও জারি হয়নি। সেই কারণেই এ বার লুকআউট নোটিস থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন আদলতে। এই মামলার পরবর্তী শুনানির তারিখ ২০ ডিসেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement