সুরভিন চাওলা

‘এক পরিচালক আমার শরীরের প্রতি ইঞ্চি দেখতে চেয়েছিলেন’, বিস্ফোরক মন্তব্য বলি অভিনেত্রীর

শুধু তাই নয়, কেউ কেউ আবার তাঁর উপর ‘ওভার এক্সপোজড’ তকমাও সেঁটে দিয়েছিলেন। শুধু বলিউডেই নয়, দক্ষিণী ছবির দুনিয়াতেও তিনি শিকার হয়েছিলেন কাস্টিং কাউচের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৭
Share:

সুরভিন চাওলা।

কাস্টিং কাউচ নিয়ে বলি মহল উত্তাল। অভিযোগ উড়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। নিজেদের সঙ্গে ঘটা ঘটনা নিয়ে একের পর এক মুখ খুলছেন অভিনেত্রীরা।এবার কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক মন্তব্য ‘হেট স্টোরি’ খ্যাত সুরভিন চাওলার।

Advertisement

সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “কেরিয়ারের শুরুতে এক জন পরিচালক আমার ক্লিভেজ দেখতে চেয়েছিলেন। আর এক বার অডিশন দিতে গিয়ে এক কাস্টিং ডিরেক্টর আমায় বলেছিলেন, আমি নাকি ওভার ওয়েট। সেই অছিলায় আমার থাই দেখতে চেয়েছিলেন সেই ব্যক্তি।আমার ওজন তখন ছিল মোটে ৫৬ কেজি।”

শুধু তাই নয়, কেউ কেউ আবার তাঁর উপর ‘ওভার এক্সপোজড’ তকমাও সেঁটে দিয়েছিলেন। শুধু বলিউডেই নয়, দক্ষিণী ছবির দুনিয়াতেও তিনি শিকার হয়েছিলেন কাস্টিং কাউচের। দক্ষিণের এক পরিচালক সম্পর্কে সুরভিন বলেন, “এক বার এক সিনেমার রেকির জন্য বাইরে যেতে হয়েছিল আমাকে। ওই পরিচালক সে সময় আমায় বলেন, ম্যাম আমি আপনার শরীরের প্রত্যেকটি ইঞ্চি সম্পর্কে জানতে চাই।”

Advertisement

আরও পড়ুন- ‘কার্ব দিবস’-এ হট বেলি ডান্সে সোশ্যাল মিডিয়া কাঁপালেন ইলিয়ানা

আরও পড়ুন-রণবীরের সঙ্গে ব্রেক-আপ হয়েছিল কেন? মুখ খুললেন ক্যাটরিনা...

কিছু দিন আগে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন জারিন খান এবং বিদ্যা বালানও। জারিন জানিয়েছিলেন তাঁকে নাকি ‘চুম্বনের দৃশ্যের রিহার্সাল’ দিতে বলেছিলেন পরিচালক। আর বিদ্যার কথায়: “আমার মনে আছে, আমি তখন চেন্নাইতে ছিলাম। এক পরিচালক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি যত বার তাঁকে কোনও কফি শপে দেখা করার কথা বলেছি তত বারই তিনি আমার রুমে আসতে চাইছিলেন। এই অবস্থায় আর কোনও উপায় না দেখে আমি আমার ঘরের দরজা খুলে রাখি। আর সেই ব্যক্তি মাত্র পাঁচ মিনিট আমার ঘরে বসেই বেরিয়ে যান।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement