Sunny Leone

১০ বছরের বিবাহবার্ষিকীতে সানি লিওনিকে কী উপহার দিলেন স্বামী?

ড্যানিয়েলের দাবি, প্রথম বারেই সানির প্রেমে পড়ে যান তিনি। তবে সানির অনুভূতি তৈরি হয় ধীরে ধীরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১৫:২২
Share:

সানি লিওনি ও ড্যানিয়েল ওয়েবার।

১০ বছর পেরিয়ে গেল সানি ও ড্যানিয়েলের দাম্পত্য। ১৩ বছরের সম্পর্ক তাঁদের। বিশেষ এই দিনের উদযাপনে খামতি রাখলেন না অভিনেত্রী সানি লিওনির স্বামী ড্যানিয়েল ওয়েবার। শুধু পোস্ট করে ভালবাসা জানালেন না৷ উপহার দিলেন হীরের হার।

Advertisement

প্রাক্তন পর্ন তারকা সানি শুক্রবার একটি ছোট ভিডিয়ো পোস্ট করলেন নেটমাধ্যমে। সাদা ও সবুজের ডোরাকাটা পোশাক পরে সানি। টান টান করে চুল বাঁধা। ভিডিয়ো জুড়ে গলার হার ঝলমল করছে। তবে হীরের চাইতেও যেন বেশি ঝলমলে সানির মুখ। খুশিতে ডগমগ তিনি।

ক্যাপশনে স্বামীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘কেউ ভেবেছিল, কেবল একটি কথোপকথন আমাদের আজ এখানে নিয়ে আসবে? ভালবাসি তোমায়’।

Advertisement

ভিডিয়োটি পোস্ট করার আগে দম্পতি নিজেদের ইনস্টাগ্রামে একে অপরের সঙ্গে ছবি পোস্ট করেছেন।

সানি ও ড্যানিয়েলের প্রথম সাক্ষাৎ একটি ক্লাবে। ড্যানিয়েলের দাবি, প্রথম বারেই সানির প্রেমে পড়ে যান তিনি। তবে সানির অনুভূতি তৈরি হয় ধীরে ধীরে। তাঁর মায়ের মৃত্যুর সময়ে ড্যানিয়েল তাঁর কাঁধ শক্ত করার জন্য তাঁর সঙ্গ ছাড়েননি এক বারের জন্যেও। সেই ভালবাসা আজও হীরের হার হয়ে ঝলমল করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement