Entertainment News

সিনেমার শুটিংয়ে সানির বুকে গুলি! দেখুন ভিডিয়ো

ঠিক এমনই একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে সানির সোশ্যাল ওয়ালে। মুহূর্তে তা ভাইরাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুন ২০১৯ ১৯:১৮
Share:

শুটিংয়ের সেই মুহূর্ত। ইনসেটে সানি।

লাল টিশার্ট পরে দাঁড়িয়ে রয়েছেন সানি লিওন। সামনে দাঁড়িয়ে সোজা গুলি চালিয়ে দিলেন এক ব্যক্তি। লুটিয়ে পড়লেন সানি লিওন। উপস্থিত সকলে দৌঁড়ে গেলেন তাঁর কাছে। কিন্তু সানি উঠলেন কি না, তা আর জানা গেল না।

Advertisement

ঠিক এমনই একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে সানির সোশ্যাল ওয়ালে। মুহূর্তে তা ভাইরাল।

আসলে ‘কোকোকোলা’ ছবির শুটিং করছিলেন সানি। তারই একটি মুহূর্ত ফ্রেমবন্দি করে শেয়ার করেন। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন সানির অনুরাগীরা। সানি সুস্থ রয়েছেন কি না, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন অনেকে। পরে অবশ্য আরও একটি ভিডিয়ো শেয়ার করেন সানি। সেখানে দেখা যায় সুস্থ রয়েছেন অভিনেত্রী।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

Graphic Warning ⚠️ Part 1: we needed to post this on behalf of @sunnyleone so the whole world knows what happened last night on set! @vikramdahiya707 @hitendrakapopara @actordevgill @jeetihairtstylist @devinanarangbeauty @imraj_gupta @shiks_gupta25

A post shared by Sunny Leone (@sunnyleone) on

দিন কয়েক আগে এক সাক্ষাত্কারে সানি বলেন, ‘‘কাজের ব্যাপারে আমি সব সময় নতুন কিছু শিখতে পছন্দ করি। সেটাই আমাকে অভিনেতা হিসেবে এগিয়ে যেতে সাহায্য করে।’’ তেমন ভাবেই ছবির প্রোমোশনে নতুন কিছু করতে সব সময়ই পছন্দ করেন সানি। তাঁর সাম্প্রতিক ভিডিয়ো দেখে এ কথাই মনে করছেন অনুরাগীরা।

আরও পড়ুন, নুসরতের স্বামীর সঙ্গে ছবি শেয়ার করলেন মিমি!

Graphic Warning ⚠️ Part 2: Thank Goodness she is ok! Ha ha ha 😂 @actordevgill @hitendrakapopara @vikramdahya @hitendrakapopara @jeetihairtstylist @devinanarangbeauty @imraj_gupta @shiks_gupta25

A post shared by Sunny Leone (@sunnyleone) on

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement