Sunny Leone

অতিমারিতে খাওয়া বন্ধ করলেন সানি, কী করছেন তিনি মেদ ঝরাতে?

আধ বাটি রান্না করা নুডলস সামনে রেখে তার দিকে জুলজুল করে তাকিয়ে অভিনেত্রী। বড় বড় শ্বাস টেনে বুক ভরে তাঁর গন্ধ নিচ্ছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০২১ ১৪:৩০
Share:

ডায়েট করছেন সানি।

এই অতিমারির সময় নুডলস না খেয়ে স্রেফ গন্ধ শুঁকে ছেড়ে দিচ্ছেন সানি। তেমনই একটি মুহূর্ত ভাইরাল শুক্রবার সকাল থেকে। ভিডিয়ো বলছে আধ বাটি রান্না করা নুডলস সামনে রেখে তার দিকে জুলজুল করে তাকিয়ে অভিনেত্রী। বড় বড় শ্বাস টেনে বুক ভরে তাঁর গন্ধ নিচ্ছেন।

Advertisement

তারপর? যেই টের পেয়েছেন তাঁর এই মুহূর্ত মুঠো ফোনে বন্দি হচ্ছে এক রাশ অভিমান তাঁর গলায়, ‘এটারও ভিডিয়ো নেওয়া হচ্ছে!’ মুখ ভার করেছেন তিনি। এ দিকে যিনি ভিডিয়ো করছিলেন তিনি মজা করে বলছেন, ‘‘দেখুন, কড়া ডায়েটিংয়ের ফলাফল। গন্ধ শুঁকেই খুশি থাকতে হবে। প্রাণ চাইলেও এক টুকরো নুডলস মুখে তোলা যাবে না।’’

তত ক্ষণে গন্ধ শোঁকা শেষ। হাসিমুখে কুর্নিশ জানিয়ে টেবিল ছেড়ে উঠে পড়েছেন সানি। ভিডিয়ো পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ৫ লক্ষ নেটাগরিক অভিনেত্রীর কীর্তি দেখতে হাজির নেটমাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement