Sunny Leone

Sunny Leone: সিকিমে সংবর্ধনা সানি-ড্যানিয়েলকে, সফর নাকি ক্যাসিনোর বর্ষপূর্তি, কেন শৈলশহরে দম্পতি

ছবিতে দেখা যাচ্ছে, মুখে মাস্ক পরে গায়ে কালো পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন দম্পতি। তাঁদের অভ্যর্থনা জানাচ্ছেন সুষমা প্রধান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ২০:৩২
Share:

ড্যানিয়েল ওয়েবার ও সানি লিওনি সিকিমে।

সিকিমে সানি লিওনি। শৈলশহরে মহা সমারোহে স্বাগত জানানো হল একদা পর্ন তারকা অধুনা মডেল-অভিনেত্রী এবং তাঁর স্বামী ড্যানিয়েলকে। সিকিমের রংপোতে পর্যটন বিভাগের আধিকারিক সুষমা প্রধান সানি-ড্যানিয়েলকে সংবর্ধনা জানিয়েছেন।

Advertisement

ছবিতে দেখা যাচ্ছে, মুখে মাস্ক পরে গায়ে কালো পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন দম্পতি। তাঁদের অভ্যর্থনা জানাচ্ছেন সুষমা। রীতি অনুযায়ী দু’জনের গলায় পরানো হয়েছে হলুদ রঙের উত্তরীয় এবং হাতে তুলে দেওয়া হয়েছে সিকিমের তথ্য সম্বলিত দু’টি বই।

সংবর্ধনা জানানো হল সানি-ড্যানিয়েলকে

শনিবার সকাল সকাল বাগডোগরা বিমানবন্দরে পা রাখার পর থেকেই সানি এবং ড্যানিয়েলের এই সফর নিয়ে নানা জল্পনা শুরু হয়। বাংলার মাটিতে নেমে তাঁরা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন— ইত্যাদি প্রশ্নের উত্তরের খোঁজ করতে গিয়ে আনন্দবাজার অনলাইন জানতে পারে, গ্যাংটকের একটি ক্যাসিনোর বর্ষপূর্তিতে বিশেষ অতিথি সানি। সেই অনুষ্ঠানে হাজিরা দিতেই বাগডোগরা থেকে সিকিমের রাজধানীতে পৌঁছেছেন সানি-ড্যানিয়েল। যদিও সিকিমের পর্যটন বিভাগের দাবি, সানি এবং তাঁর স্বামী কেবল মাত্র ‌ভ্রমণের উদ্দেশ্যেই সিকিম গিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement