Bollywood Scoop

ক্যামেরার সামনে জড়িয়ে ধরেছিলেন, তবু একটা কারণে এখনও শাহরুখকে ‘অপছন্দ’ সানির

১৯৯৩ সালে ‘ডর’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ খান ও সানি দেওল। তার পর থেকেই মুখ দেখাদেখি প্রায় বন্ধ। চলতি বছরে অবশেষে গলেছে মান-অভিমানের বরফ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৯:২০
Share:

ছবি: সংগৃহীত।

১৯৯৩ সালে ‘ডর’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ খান ও সানি দেওল। তার পরে দীর্ঘ দেড় দশকের দূরত্ব। সেই দূরত্বের বরফ অবশেষে গলেছে চলতি বছরে। সানির ‘গদর ২’ ছবির সাফল্যের উদ্‌যাপনে উপস্থিত হয়েছিলেন শাহরুখ। সেখানে ক্যামেরার সামনে পেয়ে শাহরুখকে জড়িয়েও ধরেছিলেন সানি। তার কয়েক মাস পরে রীতিমতো ১৮০ ডিগ্রি ঘুরলেন ধর্মেন্দ্র-পুত্র। শাহরুখকে পছন্দ করেন না তিনি, জনসমক্ষেই স্বীকার করলেন সানি।

Advertisement

সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’-এর অষ্টম সিজ়নের দ্বিতীয় পর্বে এসেছিলেন সানি। সেখানেই এমন স্বীকারোক্তি ‘গদর ২’ তারকার। কর্ণ জোহরের এক প্রশ্নের উত্তরে সানি বলেন, ‘‘শাহরুখ খুব পরিশ্রমী এক জন শিল্পী। তবে ও যে ভাবে অভিনেতাদের পণ্যে পরিণত করেছে, সেটা আমার একেবারেই পছন্দ নয়।’’ সানির এই উত্তর শুনে অবাক কর্ণও। যদিও শাহরুখের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা মিটিয়ে ফেলেছেন বলেই দাবি করেন সানি।

১৯৯৩ সালে যশ চোপড়া পরিচালিত ‘ডর’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সানি ও শাহরুখ। ছবিতে একে অপরের শত্রুর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁদের। পরে সেই বৈরিতার জল গড়িয়েছিল পর্দার বাইরেও। গত ১৬ বছর ধরে নাকি একে অপরের মুখও দেখেননি শাহরুখ ও সানি। শোনা যায়, ‘ডর’ ছবির সাফল্যে শাহরুখই বেশি প্রচারের আলো পাওয়ায় চটে গিয়েছিলেন সানি। ছবির চিত্রনাট্য অনুযায়ী, নায়কের চরিত্রে ছিলেন সানি। অন্য দিকে, খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ। তা সত্ত্বেও ছবি মুক্তির পরে সানির চেয়ে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন শাহরুখ। বলিপাড়ায় কানাঘুষো, সেই কারণেই নাকি চিড় ধরেছিল শাহরুখ ও সানির সম্পর্কে। তবে ‘গদর ২’ ছবির সাফল্যে শাহরুখ সানিকে শুভেচ্ছা জানানোর পরে নাকি অভিমানের বরফ গলেছিল। ছবির সাফল্যের উদ্‌যাপনে এক ফ্রেমেও দেখা গিয়েছিল দুই তারকাকে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তোলার পরে একে অপরকে জড়িয়ে ধরলেন শাহরুখ ও সানি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement