‘গদর ২’ ছবিতে সানি দেওল। ছবি: সংগৃহীত।
‘গদর ২’-এর সাফল্যের পর প্রায় মেঘের দেশে ভাসছেন অভিনেতা সানি দেওল। তাঁর ‘গদর ২’-এর মুক্তির পর পরই ছেলে রাজবীর ‘দোনো’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন। সে ছবি চলেনি। তবে ‘গদর ২’-এর সাফল্যের পর বড় পার্টি দেন অভিনেতা। তারকাদের পার্টি মানেই মদ্যপানের আয়োজন সাধারণত থাকেই। ছেলে কর্ণ দেওলের বিয়ের সময় আলোকচিত্রীদের নিজেই মদ্যপানের কথা বলেন সানি। তবে নিজে শত হস্ত দূরেই থাকেন। মদ্যপান করলেই নাকি গন্ডগোল করে বসেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি জানান, মদ ভীষণ তিতকুটে। অভিনেতা বলেন, ‘‘আসলে ব্যাপারটা এমন নয় যে, কখনও মদ ছুঁয়ে দেখিনি। যখন ইংল্যান্ডে ছিলাম, সেই সময় সে দেশের মানুষের সঙ্গে তাল মেলাতে বেশ কয়েক বার চেষ্টা করি। কিন্তু এত বাজে গন্ধ! খেলে বড্ড মাথা ব্যাথা করে আমার। তার পর থেকে কখনও ছুঁয়েও দেখিনি।’’
তবে সানি নিজে মদ্যপান না করলেও তাঁর দুই ছেলে কর্ণ ও রাজবীর কিন্তু এ ব্যাপারে ভিন্ন পথে হাঁটেন। তবে কোথা থেকে দুই ছেলে এই অভ্যাস রপ্ত করলেন, সেটা অবশ্য অজানা সানির। শেষে অভিনেতার সংযোজন, ‘‘আমি জানতেই পারলাম না, কখন আমার ছেলেরা মদ্যপান শুরু করল। আসলে আমাদের বাড়িতে এমনটাই হয়। যেমন আমার বাবাও আমার জীবনের অনেক কিছু জানেন না। আমি এমন একটা পরিবারে বেড়ে উঠেছি, যেখানে সব কিছু করার স্বাধীনতা রয়েছে। কিন্তু মদ বস্তুটিকে কখনও পছন্দ করতে পারিনি আমি।’’