Gadar 2

দু’দশক পর বড় পর্দায় সানি-অমিশা জুটি, শুরুতেই কত লাখ টিকিট বিক্রি হল ‘গদর ২’-এর?

প্রায় ২২ বছর পর বড় পর্দায় ফিরছেন তারা-শাকিনা জুটি। মুক্তির দিনই কত লাখ টিকিট বিক্রি হল এই ছবির?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৩ ১৩:২৭
Share:

‘গদর ২’ ছবিতে অমিশা-সানি। ছবি: সংগৃহীত।

১১ অগস্ট মুক্তি পেল ‘গদর ২: দ্য কথা কন্টিনিউজ়’। মুক্তির দিনই ২০ লক্ষ টিকিট বিক্রি হয়েছে এই ছবির। তা-ও শুধু মাত্র অগ্রিম বুকিংয়ের মাধ্যমে। ২০০১ সালে ‘গদর’ ছবির প্রথম পর্ব বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল। সাড়ে ১৮ কোটি টাকা বাজেটের ছবি বক্স অফিস থেকে ১৩৩ কোটি টাকার ব্যবসা করেছিল। এ বার সেই ছবিরই দ্বিতীয় পর্ব।

Advertisement

বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, ‘গদর’-এর দ্বিতীয় পর্ব বানাতে ৫০ কোটি টাকা খরচ করেছেন ছবি নির্মাতারা। প্রায় ২২ বছর পর বড় পর্দায় ফিরছেন ‘গদর’ ছবির তারা-শাকিনা জুটি। প্রথম থেকেই এই ছবি নিয়ে উন্মাদনা ছিল অনুরাগীদের মধ্যে। কিন্তু সানি দেওল যে বলিউডের খান, কুমারদের টক্কর দিয়ে দেবেন সেটা অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল।

ছবির পরিচালক ২০ লাখ অগ্রিম টিকিট বিক্রির খবর জানিয়ে লেখেন, ‘‘ঈশ্বরের অসীম কৃপা।’’ ভারতের বড় বড় মাল্টিপ্লেক্স চেইনগুলিতে প্রথম দিনেই যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছে, তাতে ইতিমধ্যেই ১৫ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি। দিল্লি ও উত্তরপ্রদেশের অধিকাংশ হলেই প্রথম দিন প্রায় ৮৫ শতাংশ দর্শক থাকবে প্রায় প্রতিটি শোতেই। পাটনায় ৭৫ শতাংশ আসন অগ্রিম বুকিয়ের মাধ্যমেই ভরে গিয়েছে। জয়পুরেও চিত্রটা অনেকটাই এক। ৪৪ শতাংশ টিকিট বিক্রি হয়েছে অগ্রিম বুকিংয়ের মাধ্যমে। এক কথায় বেশ জোরদার ওপেনিং হয়েছে এই ছবির। এ বার দেখার সানি দেওলের এই ছবি ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারে কি না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement