কলকাতায় সুনিধি চৌহান, রক অ্যান্ড রোল থেকে রবীন্দ্রসংগীত সুনিধির কণ্ঠের জাদুতে মাতোয়ারা শহরবাসী। ছবি: সংগৃহীত।
শীত শহর ছাড়ছে। কিন্তু শহরে বিভিন্ন অংশে রোজই কোনও না কোনও অনুষ্ঠান লেগেই রয়েছে। শীত পুরোপুরি বিদায় নেওয়ার আগে যতটুকু সময় আছে একেবারে চেটেপুটে উপভোগ করছে শহরবাসী। ৫ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সাক্ষী থাকল সুনিধি সন্ধ্যার। বেশ অনেকটা সময় পর কলকাতায় দর্শকদের সামনে গাইলেন সুনিধি চৌহান। একের পর এক হিট গানে মঞ্চ মাতালেন সুনিধি। গানে গানে শ্রদ্ধা জানালেন প্রিয় বন্ধু কেকে-কে। কলকাতার দর্শকদের কথা মাথায় রেখেই রবীন্দ্রসঙ্গীত গাইলেন সুনিধি।
প্রায় বছর খানেক পর কলকাতায় এলেন সুনিধি। ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর উদ্যোগেই শহরে এসেছেন সুনিধি। তবে এ বার একা নয়, সঙ্গে রয়েছে তাঁর ছেলে তেঘ। মায়ের শো দেখল সে-ও। ‘ধুম’ ছবির ‘ক্রেজি কিয়া রে’ গানে আসর বাঁধলেন সুনিধি। তার পর ‘ইয়ে রাত রুক যায়’ থেকে ‘সাজনাজি ওয়ারি ওয়ারি’ ঘুরে ‘মেরে হাত মে তেরা হাত হ্যায়’। তত ক্ষণে দর্শকের চিৎকারে নেতাজী ইন্ডোরের অন্দরে কান পাতা দায়। তবে চমক এখানেই শেষ নয়। বরাবরই বলেছেন রবীন্দ্রসঙ্গীত অনুরাগী তিনি। তাই অনুষ্ঠানের শেষ লগ্নে গাইলেন ‘তোমায় গান শোনাব’।
কলকাতার দর্শক পেয়ে উচ্ছ্বসিত সুনিধি। জানালেন কলকাতায় আসতে প্রতিবারই ভাল লাগে। কারণটা এখানকার দর্শকই। সুনিধির কথায়, ‘‘এখানকার দর্শক প্রচণ্ড সঙ্গীত অনুরাগী। সব ধরনের গান শোনেন তাঁরা। যার ফলে এখানে গান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা যায়। কলকাতার দর্শকের কারণেই বার বার ফিরে আসি।’’