সুমনের ‘আমি ও অপু’
অপু, অপূর্ব রায়। ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চিরকালীন সৃষ্টি। তার চোখ দিয়েই নিশ্চিন্দিপুরকে প্রথম চিনেছিল বাংলা। সেই নিশ্চিন্দিপুর বিশ্বজনীন হয়ে ওঠে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের সৌজন্যে। ২০২১ তাঁর জন্মশতবর্ষ। সেই উপলক্ষে একই ‘পাঁচালী’ যদি অপুর বদলে দুর্গা শোনায় কেমন হবে? নতুনত্বের সেই স্বাদ খুব শিগগির দিতে চলেছেন একুশ শতকের পরিচালক সুমন মৈত্র। তাঁর নতুন ছবি ‘আমি ও অপু’-তে।
অপুর জায়গায় দুর্গা এলে কতটা বদলে যাবে চেনা গল্প? সুমনের দাবি, এক চুলও বদলাবে না। সর্বজয়ার সংসারের নিত্য অভাব, দিদি-ভাইয়ের আত্মিক টান, ছাতা হয়ে হরিহরের গোটা সংসারকে আগলানোর অক্লান্ত চেষ্টা, যা ছিল তাইই থাকবে। শুধু বদলে যাবে দেখার ভঙ্গি। ছবিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করবেন ঈশান রানা, প্রকৃতি পূজারিণী, আনন্দ এস চৌধুরী, সুশীল শিকারিয়া, ধ্রব দেবনাথ, সৌমিত্র ঘোষ প্রমুখ।
সুমনের ‘সীমান্ত’
‘আমি ও অপু’-তে হাত দেওয়ার আগে আরও একটি ছবি পরিচালনার কাজ শেষ করেছেন সুমন। ছবির নাম ‘সীমান্ত’। ভারত-বাংলাদেশ কাঁটাতারের বেড়ার দু’দিকেই বিস্তৃত অপরাধ দুনিয়া। সরকারি গোয়েন্দা সংস্থা ব্যস্ত সেই দুনিয়ার সন্ধানে। কী ভাবে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তাঁরা সেই অভিযান চালান? সেই গল্পই ধরা পড়বে ‘সীমান্ত’ ছবিতে। অভিনয়ে পায়েল সরকার, সাহেব ভট্টাচার্য, মৈনাক বন্দ্যোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, রণজয় প্রমুখ। ছবির কাহিনি এবং চিত্রনাট্যকার পরিচালক স্বয়ং। প্রযোজনায় রতন সাহা এবং শতদীপ সাহা।