Celeb Gossip

পরিবারে অশান্তির মধ্যেও প্রেমে মজে অমিতাভের নাতি! সুহানার হাত ধরেই দাদুর মুখোমুখি অগস্ত্য

এক দিকে জল্পনা, ঘর ভাঙছে ছেলে অভিষেকের। অন্য দিকে, নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন নাতি অগস্ত্য! চর্চিত প্রেমিকা সুহানাকে সঙ্গে নিয়েই এ বার দাদু অমিতাভের সামনে ‘পরীক্ষা’য় বসছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৪
Share:

(বাঁ দিকে) সুহানা খান ও অগস্ত্য নন্দা। অমিতাভ বচ্চন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বলিউডে পা রাখার আগে থেকেই তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা তুঙ্গে। শাহরুখ খান-কন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। প্রায় বছরখানেক ধরে নাকি প্রেম করছেন তাঁরা। জ়োয়া আখতারের ‘দি আর্চিজ়’-এর সেটে কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকাসন্তানের। বন্ধুত্ব গড়ায় প্রেমে। যদিও এখনও জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউই। তবে প্রেমে তেমন রাখঢাক নেই চর্চিত যুগলের। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। তার সপ্তাহ খানেক পরে এক পার্টিতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল তাঁদের। তবে খবর, নিজেদের সম্পর্ক নিয়ে নাকি ছেলেখেলা করতে রাজি নন অগস্ত্য ও সুহানা। বরং, নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা ইতিমধ্যেই নাকি শুরু করে দিয়েছেন তাঁরা। শোনা গিয়েছিল, সুহানাকে নাকি খুবই পছন্দ করেন অগস্ত্যর মা ও অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা। এ বার দাদুর সিলমোহর পেতে চর্চিত প্রেমিকাকে নিয়ে বিগ বির মুখোমুখি হতে চলেছেন অগস্ত্য।

Advertisement

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে জ়োয়া আখতারের সিরিজ় ‘দি আর্চিজ়’। ইতিমধ্যেই মুম্বইয়ে প্রিমিয়ার হয়ে গিয়েছে সিরিজ়ের। তবে প্রচারের কাজকর্ম এখনও কিছুটা বাকি। খবর, অমিতাভের কুইজ় শো ‘কউন বনেগা ক্রোড়পতি’তে নাকি অতিথি হিসাবে আসতে চলেছেন সুহানা ও অগস্ত্য। তবে কি সেখানেই সুহানার ‘পরীক্ষা’ নেবেন বিগ বি? যদিও খবর, শুধু সুহানা ও অগস্ত্যই নন, ‘কেবিসি’তে উপস্থিত থাকতে চলেছেন ‘দি আর্চিজ়’-এর সব কলাকুশলীই।

মঙ্গলবার মুম্বইয়ে প্রিমিয়ার অনুষ্ঠান ছিল ‘দি আর্চিজ়’-এর। সেখানে উপস্থিত ছিল গোটা বচ্চন পরিবার। গৌরী, আরিয়ান, আব্রামকে নিয়ে উপস্থিত ছিলেন শাহরুখও। মেয়ে সুহানার হাত ধরে লালা গালিচায় হাঁটতেও দেখা যায় বাদশাকে। অন্য দিকে, অগস্ত্যকে উৎসাহিত করেন তাঁর মামী ঐশ্বর্যা রাই বচ্চন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement