Raj Chakraborty

নতুন হেয়ার স্টাইলে মুগ্ধ শুভশ্রী রাজকে আদরে ভরিয়ে দিলেন

বিয়ের ২ বছর পরেও তাই টলিউডের এই হেভিওয়েট দম্পতির প্রেমের রং অমলীন ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ২১:৩৫
Share:

রাজ এবং শুভশ্রী।

ভালবাসায় রাজকে বেঁধে রাখলেন শুভশ্রী। তাঁদের প্রেম যেন রূপকথার গল্প। সেই প্রেম সময় বোঝে না, দূরত্ব চেনে না।

Advertisement

বিয়ের ২ বছর পরেও তাই টলিউডের এই হেভিওয়েট দম্পতির প্রেমের রং অমলীন । দিন যত গড়াচ্ছে, ততই যেন গাঢ় হচ্ছে সেই রং। তাঁদের সেই ভালবাসার উষ্ণতা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। ফি দিনই কর্তা গিন্নির পিডিএ ‘কাপল গোলস’ দিচ্ছে অনুরাগীদের। আরও একবার সেই পথেই হাঁটলেন তাঁরা। নতুন রূপে রাজকে দেখে নতুন করে তাঁর প্রেমে পড়লেন শুভশ্রী। গালে আদর করে সেই ছবি শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রাম পেজে। ছবিতে রাজের হাসি ভালবাসার মানুষকে কাছে পাওয়ার পরিতৃপ্তির জানান দিচ্ছে।

গতকাল চুল কেটে একদম অন্যরূপে হাজির রাজ। ভালবাসার মানুষকে নতুন রূপে দেখেই কি উচ্ছ্বসিত শুভশ্রী? রাজও নিজের ইনস্টা স্টোরিতে সেই ছবি শেয়ার করে ফিরিয়ে দিলেন ভালবাসা।

Advertisement

তাঁদের ভালবাসার উষ্ণতা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই সেলেব দম্পতি। প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রীর পর এ বার পথ চলা শুরু করেছেন মা-বাবার ভূমিকায়। ছোট্ট ইউভানকে নিয়ে সময় কাটছে তাঁদের। নতুন অভিভাবকত্বের দায়িত্ব নেহাতই কম নয়। তার সঙ্গেই রয়েছে কাজের চাপ। দীপাবলতে মুক্তি পেয়েছে রাজ পরিচালিত ‘হাবজি গাবজি’র ট্রেলার। সব কিছু সামলেই শুভশ্রী যেন রাজকে আরও একবার রাজকে জানাতে চাইলেন ভালবাসা তাঁর কত আদরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement