Ditipriya Roy

জি বাংলায় এবার দুর্গার ভূমিকায় কে জানেন? দিতিপ্রিয়াকে কি দেখা যাবে এই বারও? 

শুক্রবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুর্গার সাজে একটি ছবি শেয়ার করেছেন ‘রাসমণি’, অর্থাৎ দিতিপ্রিয়া রায়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কখনও সে শক্তি আবার কখনও সেই ভক্তি... মাআসছে...’। এর পরেই তাঁর ফ্যানদের মধ্যে গুঞ্জন উঠেছিল, তবে কি গত বছরের মতো এ বছরেও দিতিপ্রিয়াকেও মহালয়ার দিন দেখতে পাওয়া যাবে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০২
Share:

দিতিপ্রিয়া রায়।

পুজো আসছে। মহালয়া আর হাতে গোনা কয়েক দিন পরেই।ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠে মহিষাসুরমর্দিনী একআলাদাই নস্টালজিয়া। তার পরেই টিভিতে মহালয়া। কোন বছর কোন নায়িকা দুর্গা হবেন, তা নিয়ে নেটিজেনদের কৌতূহল অপার। এই বছর জি বাংলায় মহিষাসুরমর্দিনীর ভূমিকায় কোন নায়িকাকে দেখতে পাওয়া যাবে জানেন? ওই বিশেষ চরিত্রে রয়েছেন রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’,অর্থাৎ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যদিও এর আগে বহু বার মা দুর্গার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে, আবারও আর এক বার ছোট পর্দায় দুর্গার ভূমিকায় ফিরছেন তিনি।

Advertisement

অন্যদিকে,শুক্রবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুর্গার সাজে একটি ছবি শেয়ার করেছেন ‘রাসমণি’, অর্থাৎ দিতিপ্রিয়া রায়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কখনও সে শক্তি আবার কখনও সেই ভক্তি... মাআসছে...’। এর পরেই তাঁর ফ্যানদের মধ্যে গুঞ্জন উঠেছিল, তবে কি গত বছরের মতো এ বছরেও দিতিপ্রিয়াকেও মহালয়ার দিন দেখতে পাওয়া যাবে?

অভিনেত্রী জানালেন, এ বছরেও জি বাংলার মহালয়ার অনুষ্ঠানে রয়েছেন তিনি। মা দুর্গার যে সমস্ত রূপ রয়েছে তার মধ্যে অন্যতম দুর্গমনাশিনী রূপ। সেই রূপেই দেখা যাবে তাঁকে। ইনস্টাগ্রামের ওই ছবিটিতে কি তবে মহালয়ার অনুষ্ঠানের লুকই শেয়ার করেছেন তিনি? দিতিপ্রিয়া বললেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত টেলি অ্যাকাডেমি অনুষ্ঠানে এ বারে পারফর্ম করতে হয়েছিল আমায়। সেই উপলক্ষেই দুর্গা সাজতে হয়েছিল। অনুষ্ঠানের সেই ছবিই পোস্ট করেছি ইনস্টাগ্রামে।” ওই বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে তারা রূপে দেখা যাবে অভিনেত্রী শ্রুতি দাসকে। শিবের ভূমিকায় থাকবেন অভিষেক বসু।

Advertisement

আরও পড়ুন-নতুন প্রতিভাকে সুযোগ দিতে আসছে লোপার ‘পার্বণী’, থাকছেন রূপঙ্কর, রাঘব, দুর্নিবারেরা...

আরও পড়ুন-মধ্যরাতে রণবীরের বাড়ি থেকে বেরোলেন আলিয়া, চোখ দেখে নেটিজেনরা ভাবলেন...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement